ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিজিএমইএ ফুটবল

প্রকাশিত: ০৬:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বিজিএমইএ ফুটবল

স্পোর্টস রিপোর্টার ॥ বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্টের দুটি প্লেট সেমিফাইনাল ও দুটি কাপ সেমিফাইনাল পর্বের মোট চারটি খেলা উত্তরার ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুলের এ্যাস্ট্রো-টার্ফ মাঠে অনুষ্ঠিত হয়। প্লেট সেমিফাইনালে এপিলিয়ন গ্রুপকে টাইব্রেকারে ৩-১ গোলে হারায় এ্যাপারেল ইন্ডাস্ট্রি লিঃ। অপর সেমিতে টর্ক ফ্যাশনস্ লিঃ টাইব্রেকারে ৩-২ গোলে মাস্ক ট্রাউজার লিঃকে হারায়। বাবুলের পাশে ক্রীড়াঙ্গন স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকার একটি হাসপাতালে সফল বাইপাস সার্জারি শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ক্রীড়া সংগঠক, সম্মিলিত ক্রীড়া পরিবারের সদস্য সচিব এবং বাফুফে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ফজলুর রহমান বাবুল। তাকে দেখতে এবং শুভ কামনা জানাতে তার বাসায় ইতোমধ্যেই গিয়েছেন মুক্তিযোদ্ধা কমান্ডারবৃন্দ, ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সাংবাদিক, কোচসহ আরও অনেকে। মালয়েশিয়া গেলেন শাটলার এনায়েত স্পোর্টস রিপোর্টার ॥ ২৭ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ কুয়ালালামপুরে এ্যাডমিনিস্ট্রেশন এ্যান্ড ইভেন্টস ম্যানেজমেন্ট কোর্স অনুষ্ঠিত হবে। উচ্চ লেভেলের এই প্রশিক্ষণ ক্যাম্পে বাংলাদেশ প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে। তারা হলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন ও লেভেল-১ কোচ এনায়েতউল্লাহ্ খান।
×