ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১০ হাজার টাকা মুচলেকায় মেয়র সাক্কুর জামিন

প্রকাশিত: ০১:২২, ২৯ জানুয়ারি ২০১৮

১০ হাজার টাকা মুচলেকায় মেয়র সাক্কুর জামিন

স্টাফ রিপোর্টার॥ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র মনিরুল হক সাক্কুর জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার(২৯ জানুয়ারি) উচ্চ আদালতের আদেশে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে আইনজীবী মাসুদ আহম্মদ তালুকদের মাধ্যমে জামিন আবেদন করেন সাক্কু।শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুল ইসলাম দশ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।এর আগে ৪ জানুয়ারি দুদকের মামলা থেকে অব্যাহতি দিয়ে বিশেষ আদালতের দেয়া আদেশ কেন অবৈধ হবে ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ মামলায় তার জামিন বাতিল করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতে সাক্কু জামিন চাইলে জামিনের বিষয়টি বিবেচনা করতে বলেছেন আদালত।দুর্নীতি দমন কমিশন দুদকের করা আবেদন শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। ২০১৭ সালের ২১ নবেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা থেকে অব্যাহতি পান কুসিকের প্রথম মেয়র সাক্কু। বর্তমানে সাক্কুর বিরুদ্ধে আর কোনো মামলা নেই। ঢাকার ৮ নং বিশেষ জজ আদালতের বিচারক শামীম আহম্মদ তাকে অব্যাহতি প্রদান করেন।
×