ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিভেদ ভুলে ঐক্য গড়ে নৌকা জয়ী করতে হবে ॥ ফারুক খান

প্রকাশিত: ০৬:২৮, ২৮ জানুয়ারি ২০১৮

বিভেদ ভুলে ঐক্য গড়ে নৌকা জয়ী করতে হবে ॥ ফারুক খান

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২৭ জানুয়ারি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, ‘বাংলাদেশের প্রতিটি আসনে জরিপ হচ্ছে। যে যে প্রার্থী আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে এলাকায় কোন কোন নেতার কি অবস্থান, জনপ্রিয়তা কেমন, সংগঠনের সঙ্গে তার কেমন সম্পর্ক, এলাকায় তিনি কি কি কর্মকা- করছেন এগুলোর সবগুলোই জরিপে রেকর্ড করা হচ্ছে।’ তিনি শনিবার দুপুরে নাটোর শহরের কানাইখালী মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জরিপ রেকর্ড ছাড়াও তৃণমূল থেকেও কেন্দ্রকে জানানো যাবে তৃণমূল কাকে যোগ্য প্রার্থী মনে করে। সব কিছু দেখেশুনে মূল্যায়ন করে বাংলাদেশ পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে কাকে মনোনয়ন দেয়া হবে। তারপরেই দলের অভ্যন্তরে বিভেদ, প্রতিযোগিতা ভুলে ঐকমত্য গড়ে তুলে আগামী নির্বাচনে নৌকা, আওয়ামী লীগকে, শেখ হাসিনাকে জয়লাভ করাতে হবে। তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। যদি আমরা দলকে ভালবাসি, বঙ্গবন্ধুকে ভালবাসি তবে এখনই দলের অভ্যন্তরে যে বিভেদ আছে তা ভুলে আগামী নির্বাচনে নৌকার পক্ষে সবাইকে একযোগে কাজ করতে হবে। জেলা আওয়ামী লীগের সভাপতি ও গুরুদাসপুর-বড়াইগ্রাম আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সঞ্চালনায় কর্মী সমাবেশে আরও বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির নানক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ মমতাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলিসহ অন্যরা।
×