ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনলাইনে ৩৯ তলা ভবনের নিলাম

প্রকাশিত: ০৫:১১, ২৮ ডিসেম্বর ২০১৭

অনলাইনে ৩৯ তলা ভবনের নিলাম

চীনে জমিজমাসহ, একটি আকাশচুম্বী আবাসিক ভবন বিক্রি করা হবে। দেশটির সবচেয়ে জনপ্রিয় অনলাইন ব্যবসার ওয়েবসাইটে ভবনটি নিলাম তোলা হয়েছে। প্রাথমিক দাম তেপান্ন কোটি তিন লাখ ডলার ধরা হয়েছে। চীনের একটি আদালত এই নিলামের ডাক দেয়। দেশটির উত্তর শ্যাংশি প্রদেশের তাইইউনে উনচল্লিশ তলার ওই ভবনটির অবস্থান। আগামী বছরের ২ জানুয়ারি থেকে দরদাম করা যাবে। ভবনটি ১৫৬ মিটার উঁচু ও ৭৬,০০০ বর্গ ফুট চওড়া। ২০০৬ সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয়। এটি দেখতে অনেকটা আবাসিক হোটেলের মতো। কারণ, প্রথম যখন নকশা করা হয়, তখন হোটেল নির্মাণের কথাই মাথায় রাখা হয়েছিল। ২০১০ সালে ভবনটির অধিকাংশ নির্মাণ কাজ শেষ হলে অর্থাভাব দেখা দেয়। হোটেলের জন্য যে ধরনের কাঠামোর দরকার ছিল, তহবিলের অভাবে সেভাবে নির্মাণ সম্ভব হয়নি। এখন এটিকে যেনতেনভাবে এ্যাপার্টমেন্ট ভবনের রূপ দেয়া হয়েছে। ভূগর্ভস্থ পার্কিংয়ের জায়গাটির কাজ এখনও বাকি আছে। পরিচ্ছন্নতার অভাবে চারপাশ আবর্জনায় ঠাঁসা। আদালতের পক্ষ থেকে ভবনের কিছু ছবিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, মেঝেতে ধুলোয় ভরা, চারপাশে নির্মাণ সামগ্রী পড়ে আছে। ভবনটির সঙ্গে রয়েছে, গাড়ি, স্বর্ণালঙ্কার ও অনেকগুলো মোবাইল ফোন। সবগুলোই বিক্রি করে দেয়া হবে। এর আগেও এই আবাসিক ভবনটি নিলামে তোলা হয়েছিল, কিন্তু তখন বিক্রি করা সম্ভব হয়নি।-এএফপি
×