ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শুভ রহমানের অবস্থার অবনতি

প্রকাশিত: ০৪:৩৪, ২৭ ডিসেম্বর ২০১৭

সাংবাদিক শুভ রহমানের অবস্থার অবনতি

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা শুভ রহমানের অবস্থার অবনতি ঘটেছে। বর্তমানে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে রেখে চিকিৎসা চলছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শুভ রহমান দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। গত ৫ অক্টোবর থেকে তার শারীরিক অবস্থার বেশি অবনতি ঘটে। শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। ল্যাব এইড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে এর আগেও চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর বাসায় রেখে চিকিৎসা করানো হয়। চিকিৎসকরা তাকে ভারতে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। শুভ রহমান দীর্ঘ ৫৩ বছর ধরে সাংবাদিকতা করছেন। ১৯৪০ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার চিনসুরা গ্রামে তার জন্ম। বাবা মরহুম লুৎফর রহমান ও মা মরহুমা ফাতেমা খাতুনের ১১ সন্তানের মধ্যে তিনি চতুর্থ। তার সহধর্মিণী ফজিলাতুন্নেছা। ফজিলাতুন্নেছা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন। ৪ সন্তানের জনক সাংবাদিক শুভ রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষে ১৯৬৩ সালে ‘দৈনিক খবরের কাগজ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। আট বছর চাকরি করার পর তিনি যোগ দেন ‘দৈনিক গণবাংলা’তে। এর ৩ মাস পর যোগ দেন দৈনিক ইত্তেফাকে। এরপর যোগ দেন ‘দৈনিক বাংলা’ পত্রিকায়। ২০ বছর চাকরি করার পর যোগ দেন ‘দৈনিক জনকণ্ঠে’। ১৭ বছর কাজ করেন জনকণ্ঠে। তারপর ২০০৯ সালে ‘কালের কণ্ঠে’ যোগ দেন। ডাক্তাররা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরেই হৃদরোগে আক্রান্ত। এর আগেও একাধিকবার হাতপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।
×