ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের শেষ আশা মামুনের বিদায় কোরিয়ান আরচারদের দাপট

প্রকাশিত: ০৫:১১, ৩০ নভেম্বর ২০১৭

বাংলাদেশের শেষ আশা মামুনের বিদায় কোরিয়ান আরচারদের দাপট

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে পুরুষদের কম্পাউন্ড ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের শেষ আশা-ভরসা ছিলেন আবুল কাশেম মামুন। কিন্তু আশা পূরণ করতে পারেননি তিনি। বুধবার কোয়ার্টার ফাইনালে তিনি হেরে যান ভারতের অভিষেক ভার্মার কাছে, ১৪৮-১৮১ পয়েন্টে। পাঁচপর্বে ১৫ তীরের লড়াই শেষে স্কোর গিয়ে দাঁড়ায় সমান ১৪৭। এরপর টাইব্রেকারেও দু’জন সমান ১০ মারেন। তবে বুলসআইয়ের কাছাকাছি তীর থাকায় কোরিয়ান কিম জংহুকে হারিয়ে স্বর্ণ জয়ের আনন্দে মেতে ওঠেন অভিষেক। এবারের এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে ভারতকে প্রথম স্বর্ণ এনে দেন অভিষেক। এদিনও দাপট ছিল দক্ষিণ কোরিয়ানদের। চার স্বর্ণ পদকের মধ্যে তিনটিই জিতেছে তারা। রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ফাইনালে জাপানের ইউকি কাওয়াতাকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন কোরিয়ার লি সিয়ং ইয়ুন। এই ইভেন্টে নারী ব্যক্তিগত লড়াইয়ে কোরিয়ান লি ইয়ুন জিয়ং স্বদেশী চুই মিনসিউনকে ৬-৫ সেট পয়েন্টে হারিয়েছেন। তাম্র জেতেন গত অলিম্পিকের স্বর্ণজয়ী কি বো বে। কম্পাউন্ড নারী ব্যক্তিগত ইভেন্টে ফাইনালটিও হয়েছে অল কোরিয়ান। সং ইয়ুন সু ১৪১-১৪০ পয়েন্টে হারান চুই বোমিনকে। সবমিলিয়ে ছয় স্বর্ণের পাঁচটিই জিতেছে কোরিয়ানরা। বালক একক ও দ্বৈতে বিকেএসপি ফাইনালে এশিয়ান অ-১৪ টেনিস স্পোর্টস রিপোর্টার ॥ বিকেএসপি এশিয়ান অনুর্ধ-১৪ টেনিসে বুধবার বাংলাদেশের রোম্মান ও ফরহাদ জুটি স্বদেশী ইমন ইসলাম ও রঞ্জিত সরকারকে হারিয়ে ফাইনালে উঠেছে। অপর সেমিতে বিকেএসপি’র উৎস ও রাকিব হোসেন স্বদেশী মোঃ সোহেল ও শাওনকে হারিয়ে ফাইনালে ওঠে। আজ বালক দ্বৈতের ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে বালিকা দ্বৈতে বাংলাদেশের বিকেএসপি’র জেরিন সুলতানা জলি ও রিনভী আক্তার তৃপ্তি ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিত চুই ও ইয়ং রিউ-এর কাছে হেরে রানার্সআপ হয়। বালিকা এককে দক্ষিণ কোরিয়ার জি উ চুই ও ফান জি জাং ফাইনালে ওঠে।
×