ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তিন কোটি মানুষ এখনও দরিদ্র ॥ মেনন

প্রকাশিত: ০৮:১৬, ২৭ নভেম্বর ২০১৭

তিন কোটি মানুষ এখনও দরিদ্র ॥ মেনন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিমান মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে দারিদ্র্যের হার কমেছে। কিন্তু দরিদ্র মানুষের সংখ্যা কমেনি। তিন কোটি মানুষ এখনও দরিদ্র। দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে, পাশাপাশি বৈষম্যও বাড়ছে। শহর ও গ্রামের মধ্যে এবং অঞ্চলভেদে উন্নয়নে পার্থক্য হচ্ছে। উন্নয়ন প্রক্রিয়ায় সবাইকে অন্তর্ভুক্ত করে এই বৈষম্য কমিয়ে আনতে হবে। রবিবার বিকেলে ‘গণমানুষের কণ্ঠস্বর : বাংলাদেশে ২০৩০ টেকসই উন্নয়ন কর্মসূচীর (এসডিজি) সফল বাস্তবায়ন’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। জাতীয় উন্নয়ন প্রতিষ্ঠান পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আগারগাঁওয়ে নিজস্ব ভবনের মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে। বিশিষ্ট অর্থনীতিবিদ ও পিকেএসএফ সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদের সভাপতিত্বে কর্মশালার সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফের এমডি আবদুল করিম। কর্মশালায় এসডিজির ১৭ লক্ষ্যের মধ্যে তিন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। এগুলো হলো- দারিদ্র্য বিলোপ, ক্ষুধা মুক্তি, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন (৬)। মেনন বলেন, উন্নয়ন হচ্ছে- এটা অস্বীকার করা যাবে না। তবে বৈষম্যও বাড়ছে। উত্তরবঙ্গে মঙ্গা না থাকলেও সার্বিক উন্নয়ন বিবেচনায় অঞ্চলটি পিছিয়ে আছে। বৈষম্যের ফলে সমাজে বিভাজনের সৃষ্ট হয়। বর্তমানে যে পারিবারিক সহিংসতা, শিশু হত্যা ও ধর্ষণের প্রকোপ বাড়ছে তা এই বৈষম্যের সৃষ্টি বলে আমি মনে করি
×