ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ার উপর নিষেধাজ্ঞার আহ্বান

প্রকাশিত: ১৯:৩৯, ২৮ অক্টোবর ২০১৭

সিরিয়ার উপর  নিষেধাজ্ঞার আহ্বান

অনলাইন ডেস্ক ॥ প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে স্যারিন গ্যাস হামলায় ৮৩ জনের প্রাণহানির ঘটনায় শুক্রবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে হিউম্যান রাইর্টস ওয়াচ (এইচআরডব্লিও)। জাতিসংঘ এই হামলার তদন্ত করলে প্রেসিডেন্ট আসাদকে দোষারোপ করা হয়। খবর এএফপি’র। নিউইয়র্ক ভিত্তিক সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ায় রাসায়নিক অস্ত্র হামলার দায়ে দেশটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে নিরাপত্তা পরিষদের উচিত জবাবদিহিতা নিশ্চিত করা’। জাতিসংঘের হিসেব অনুযায়ী বিদ্রোহী অধ্যূষিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান সেইকুনে স্যারিন গ্যাস হামলায় প্রায় ৮৩ জনের মৃত্যু হয়।
×