ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি গণফোরামের

প্রকাশিত: ০৫:২২, ২৮ অক্টোবর ২০১৭

অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি গণফোরামের

স্টাফ রিপোর্টার ॥ মূল্য বৃদ্ধিকারী অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে গণফোরাম। দলটির নেতারা বলছেন, সরকার কঠোর না হওয়ায় ব্যবসায়ীরা এখন বেপরোয়া। তারা সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে না। সময়-সুযোগ বুঝে ইচ্ছেমতো পণ্যের দাম বাড়াচ্ছে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু। এই পরিস্থিতে সরকার কঠোর না হলে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলেও মনে করেন তারা। শুক্রবার রাজধানীতে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচীতে অংশ নিয়ে নেতৃবৃন্দ এসব কথা বলেন। চাল, পেঁয়াজ, মরিচ, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে দলের কেন্দ্র ও মহানগর নেতৃবৃন্দ অংশ নেন। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির পেছনে সঠিকভাবে বাজার মনিটরিং হচ্ছে না এমন অভিযোগ করে নেতারা বলেন, সঠিকভাবে বাজার মনিটর না করায় এবং অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দিন দিন পণ্যের দাম লাগামছাড়া হচ্ছে। মানুষ বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে। পেঁয়াজ-মরিচ ও সবজির দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সরকারের অদূরদর্শী নীতির ফলে চালের বর্তমান মূল্য ইতিহাসের সর্র্বোচ্চ পর্যায়ে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে তারা বলেন, বাজার সঠিকভাবে মনিটর করতে হবে। মূল্য বৃদ্ধিকারী অসৎ ব্যবসায়ীর রিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে হবে। নেতৃবৃন্দ বলেন, পণ্যের দাম বাড়ছে। এ নিয়ে আমরা সবাই হইচই করছি। কিন্তু একবারও কেউ মোকামে গিয়ে দেখি না ওখানে পাইকারি পণ্যের দাম কত। কিংবা প্রকৃত কৃষক পণ্যের মূল্য কতটা পাচ্ছেন।
×