ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খুলনায় ছাত্রীর আত্মহত্যা মামলায় গ্রেফতার এক

প্রকাশিত: ০৬:৩৭, ১৬ অক্টোবর ২০১৭

খুলনায় ছাত্রীর আত্মহত্যা মামলায় গ্রেফতার এক

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বখাটের উৎপাতে স্কুলছাত্রী শামছুর নাহার চাঁদনীর আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মামলার আসামি মাফিয়া বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। স্থানীয় বখাটে শামীম হাসান শুভর অত্যাচারে শুক্রবার রাতে নগরীর হরিণটানা প্রাথমিক বিদ্যালয়ের কাছে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে খুলনা মহানগরীর সরকারী করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী চাঁদনী। পুলিশ জানায়, চাঁদনীর অত্মহত্যার ঘটনায় তার বাবা রবিউল ইসলাম বাদী হয়ে শনিবার রাতে লবণচরা থানায় একটি মামলা করেছেন। মামলায় বখাটে শামীম হাসান শুভ, তার বাবা শাহ আলমসহ ৫ জনকে আসামি করা হয়। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, শনিবার রাতেই এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাফিয়া বেগমকে গ্রেফতার করা হয়েছে। শুভ ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। এদিকে চাঁদনীর অত্মহত্যার ঘটনায় রবিবার বিকেলে খুলনা জিলা স্কুল ও সরকারী করোনেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পৃথকভাবে মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্র জানায়, চাঁদনীর বাবা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রবিউল ইসলাম নগরীর হরিণটানা প্রাইমারী স্কুলের কাছে জায়গা কিনে বাড়ি তৈরি করে কয়েক বছর ধরে পরিবারসহ বসবাস করছেন। ওই এলাকার স্যানিটারি মিস্ত্রি শাহ আলমের বখাটে ছেলে শুভ চাঁদনীকে স্কুলে যাওয়া-আসার পথে দলবলসহ উত্ত্যক্ত করত।
×