ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গুলিসহ পিস্তল উদ্ধার

বন্দুকযুদ্ধে সন্ত্রাসী বন্দুক শাহিন নিহত

প্রকাশিত: ০৫:৫৭, ১৪ অক্টোবর ২০১৭

বন্দুকযুদ্ধে সন্ত্রাসী বন্দুক শাহিন নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নগরীর গলাচিপা বোয়ালিয়াখাল এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক সম্রাট মনিরুজ্জামান শাহিন ওরফে বন্দুক শাহিন (৫০) নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। নিহত বন্দুক শাহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ১৩টির বেশি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের ওসি মাহবুবুর রহমান ও এসআই মিজানুর রহমান আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে চারটায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহবুবুর রহমান জানান, রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে বন্দুক শাহিন নগরীর গলাচিপার বোয়ালিয়া খাল এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে পুলিশের একটি টিম বন্দুক শাহিনকে গ্রেফতার করতে অভিযান চালায়। এ সময় বন্দুক শাহিন পুলিশের উপস্থিতে টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে শাহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে পুলিশ শাহিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি আরও জানান, বন্দুকযুদ্ধের সময় তিনি (ওসি) ও এসআই মিজানুর রহমান আহত হয়েছেন। নিহত বন্দুক শাহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক ও সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগে ১৩টির বেশি মামলা রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মোঃ শরফুদ্দীন জানান, বন্দুক শাহিন একজন মাদক সম্রাট। এর আগে বিভিন্ন সময় অভিযানে পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। কিন্তু তাকে গ্রেফতার করা যায়নি। বৃহস্পতিবার ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সে নিহত হয়। তিনি আরও জানান, শাহিনের বাড়ি নগরীর গলাচিপা মাসদাইর এলাকায়। তার বিরুদ্ধে মাদক, হত্যা ও সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। জানা গেছে, এক সময়ের দুর্দান্ত ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে সুখ্যাতি পাওয়া শাহীন ৯০’র দশকের শেষ সময়ে স্থানীয় ক্যাডার হিসেবে আত্মপ্রকাশ করে। পুলিশের কাছে কাটা রাইফেল নিয়ে গ্রেফতার হওয়ার পর থেকে তার নাম হয়ে যায় বন্দুক শাহিন। নিহত শাহিন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এক সময়ে তিনি বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।
×