ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশ্বের সর্বোচ্চ দুর্গা

প্রকাশিত: ০৫:০২, ২৬ সেপ্টেম্বর ২০১৭

বিশ্বের সর্বোচ্চ দুর্গা

ভারতের অসমের রাজধানী গুয়াহাটির বিষ্ণুপুরে গড়া হয়েছে বিশ্বের সর্বোচ্চ দুর্গা প্রতিমা। ১০১ ফুট উঁচু এই দুর্গা প্রতিমা গিনেস বুকে ঠাঁই পেতে চলেছে বলে জানিয়েছেন আয়োজকরা। ১০১ ফুটের দুর্গা প্রতিমাটি তৈরি করা হচ্ছে শুধু বাঁশ দিয়ে। গড়েছেন অসমের প্রখ্যাত শিল্পী নুরুদ্দিন আহমেদ (৫৯)। সঙ্গে রয়েছেন আরও ৪০ সহশিল্পী। গত ১ আগস্ট থেকে শিল্পী নুরুদ্দিন প্রতিমাটি তৈরির কাজ শুরু করেন। প্রথমে ১০৮ ফুট উঁচু প্রতিমা তৈরির কথা ছিল। কিন্তু গত ১৭ আগস্ট এক ঝড়ে তা ক্ষতিগ্রস্ত হয়। পরে উচ্চতা কমিয়ে ১০১ ফুট করা হয়। বর্তমানে প্রতিমার নির্মাণকাজ শেষ পর্যায়ে চলে এসেছে। একজন মুসলিম হয়ে দুর্গামূর্তি গড়ার বিষয়ে অনেকের প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছে নুরুদ্দিনকে। তিনি বলেন, শিল্পীদের কোন ধর্ম হয় না। মানবতার সেবাই শিল্পীদের একমাত্র কর্তব্য। শিল্পী নুরুদ্দিন বলেন, এই প্রতিমা তৈরিতে ব্যবহার করা হচ্ছে পাঁচ হাজার বাঁশ। খরচ হবে ১১ থেকে ১২ লাখ রুপী। এর আগেও অনেকবার দুর্গা প্রতিমা গড়েছেন নুরুদ্দিন। ১৯৭৫ সাল থেকে শুরু করে ৪২ বছরে ২০০টি প্রতিমা গড়েছেন তিনি। -টাইমস অব ইন্ডিয়া
×