ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবচেয়ে খরুচে ক্লাব ম্যানসিটি

প্রকাশিত: ০৫:৩৬, ১৩ সেপ্টেম্বর ২০১৭

সবচেয়ে খরুচে ক্লাব ম্যানসিটি

স্পোর্টস রিপোর্টার ॥ নেইমারকে রেকর্ড অর্থে দলে নেয়ার পর ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) আলোচনার অন্ত নেই। অনেকেই ধারণা করেছিলেন, দল বদলে সবচেয়ে বেশি অর্থ তারাই ব্যয় করেছে। সেক্ষেত্রে বিশ্বের ব্যয়বহুল অর্থাৎ খরুচে ক্লাবও হওয়ার কথা তাদের। কিন্তু সবশেষ প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে, পিএসজি নয় ট্রান্সফার ফি বিবেচনায় বিশ্বের সবচেয়ে দামী ফুটবল ক্লাব এখন ম্যানচেস্টার সিটি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজের একটি প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ট্রান্সফার ফি অনুযায়ী, ইংলিশ প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটির বর্তমান স্কোয়াডের মূল্য ৮৫৩ মিলিয়ন ইউরো। বিগ বাজেটের দল পিএসজি এক্ষেত্রে দুই নম্বরে। নেইমারকে পূর্বের বিশ্বরেকর্ড ট্রান্সফার ফি’র প্রায় দ্বিগুণ মূল্যে কিনে হইচই ফেলে দিলেও ম্যানসিটির চেয়ে পিছিয়ে পিএসজি। তবে ব্যবধান খুব একটা বেশি নয়। পিএসজির বর্তমান স্কোয়াডের মূল্য ৮৫০ মিলিয়ন ইউরো। সদ্য শেষ হওয়া ট্রান্সফার মার্কেটে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে পেপ গার্ডিওলার ম্যানসিটি। বেঞ্জামিন মেন্দি, কাইল ওয়াকার, বার্নারদো সিলভা, এডারসন ও ডানিলোকে কিনতে ২৪২ মিলিয়ন ইউরো খরচ করেছে সিটি। এবারের ট্রান্সফার মার্কেটে খরচের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে পিএসজি। নেইমার ও কিলিয়ান এমবাপ্পেকে (১৮০ মিলিয়ন ইউরো) কিনতেই প্রায় ৪০০ মিলিয়ন ইউরো খরচ করেছে ফরাসী ক্লাবটি। ব্যয়বহুল ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে আছে আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। চার নম্বরেও ইংলিশ ক্লাব চেলসি। সবমিলিয়ে শীর্ষ দশের ছয়টি ক্লাবই ইংল্যান্ডের। বার্সিলোনা, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাস পরের তিনটি স্থানে। শীর্ষ দশের শেষ তিনটি দল ইংল্যান্ডের লিভারপুল, আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার।
×