ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানে শেষ প্রস্তুতি ম্যাচে কৃষ্ণাদের জয়

প্রকাশিত: ০৭:২১, ২৪ জুন ২০১৭

 জাপানে শেষ প্রস্তুতি ম্যাচে কৃষ্ণাদের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ‘শেষ ভাল যার, সব ভাল তার।’ প্রথম দুই ম্যাচে শোচনীয়ভাবে হারলেও শেষ প্রস্তুতি ম্যাচে ভাল খেলে জয় কুড়িয়ে নিয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় মহিলা দল। শুক্রবার তারা ওসাকা কাইসেই হাইস্কুলকে হারায় ৩-১ গোলে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল। খেলার শুরু থেকেই আক্রমণ এবং প্রাধান্য বিস্তার করে খেলতে থাকে কৃষ্ণাবাহিনী। বেশ কটি গোলের সুযোগ নষ্ট করার পর অবশেষে সফলতা আসে ২৮ মিনিটে। দলের অধিনায়ক এবং ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকারের দর্শনীয় গোলে বাংলাদেশ দল এগিয়ে যায় ১-০ গোলে। এই স্কোরেই বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কাইসেই স্কুল। তাদের প্রচেষ্টা সফল হয় ৫০ মিনিটে। কাহো ইয়ো মাগোচির গোলে সমতায় ফেরে তারা। তবে পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করতে সক্ষম হয় লাল-সবুজের দল। অনুচিং মগিনির গোলে আবারও এগিয়ে যায় তারা (২-১)। খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে মারজিয়ার আরেকটি গোলে (৩-১) জয় নিশ্চিত করে ফেলে গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। উল্লেখ্য, এই সফরে বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় মহিলা ফুটবল দল প্রথম দুটি প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে হারে। সোমবার তারা ওসাকার সাকাই একাডেমির কাছে হারে ২-৪ গোলে। বুধবার একই প্রতিপক্ষের কাছে তারা বিধ্বস্ত হয় ০-৫ গোলে। প্রস্তুতি ম্যাচ ছাড়াও জাপান সফরে ওসাকায় জে-গ্রিন সাকাই ন্যাশনাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ নেবে বাংলাদেশ দল। এ লক্ষ্যে বাংলাদেশ দল গত ১৭ জুন বিমানযোগে জাপানের ওসাকার উদ্দেশে ঢাকা ত্যাগ করে। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এএফসি অনুর্ধ-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। চূড়ান্ত পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ জাপান, অস্ট্রেলিয়া ও উত্তর কোরিয়া। এ আসরের প্রস্তুতি হিসেবে বাংলাদেশ অ-১৬ মহিলা দল আগে কিছুদিন আগেই জাপান ও সিঙ্গাপুর গিয়ে অনুশীলন করেছে এবং প্রস্তুতি ম্যাচ খেলে এসেছে। থাইল্যান্ডের অগ্নিপরীক্ষায় অবতীর্ণ হওয়ার আগে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা আরও তিনটি দেশে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে। এর ধারাবাহিকতাই এবার দ্বিতীয়বারের মতো জাপান যায় কৃষ্ণাবাহিনী। উল্লেখ্য, এর আগে ছোটনের শিষ্যারা জাপানে গিয়ে ৭টি (৪ জয়, ২ ড্র, ১ হার), সিঙ্গাপুরে গিয়ে ২টি (২ হার) এবং চায়না গিয়ে ৫ ম্যাচ (৩ জয়, ১ ড্র, ১ হার) ম্যাচ খেলে এসেছিল।
×