ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাঠ্যবইয়ে বাস কনডাক্টর

প্রকাশিত: ০৬:২৫, ১০ জুন ২০১৭

পাঠ্যবইয়ে বাস কনডাক্টর

পেশায় বাস কনডাক্টর হলেও চিন্তাধারায় কারও চেয়ে পিছিয়ে নেই। কাজের মাধ্যমে এর প্রমাণও দিয়েছেন তামিলনাড়ুর যোগনাথন। এ পর্যন্ত ৩৮ হাজার বৃক্ষরোপণ করেছেন তিনি। নিরলসভাবে বৃক্ষরোপণের পুরস্কার হিসেবে পাঠ্যবইয়ে জায়গা করে নিয়েছেন এ বাস কনডাক্টর। ক্লাস ফাইভের সাধারণ জ্ঞান বইয়ে তার নাম লেখা হয়েছে সবুজরক্ষাকারী যোদ্ধা হিসেবে। গত ১৮ বছর ধরে তামিলনাড়ু স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের হয়ে কাজ করছেন যোগনাথন। এইচএসসি পাসের পরই বেশিদূর লেখাপড়া হয়নি। তবে ৩২ বছর ধরে বৃক্ষরোপণ করে চলেছেন। তার সম্পর্কে পাঠ্যবইয়ে লেখা হয়েছে, তিনি তামিলনাড়ুর একজন বাস কন্ডাক্টর যিনি একা ২৮ বছরে লাগিয়েছেন ৩৮ হাজারেরও বেশি গাছ। বন্যপ্রাণ রক্ষায় ও তা সংরক্ষণে যুব সম্প্রদায়ের কাছে প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তিনি। যোগনাথন জানান, নীলগিরির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। স্কুল শেষ করার পর সেখানে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতাম। যখন দেখলাম গাছ কেটে পাচার করা হচ্ছেÑ তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। সেই ঘটনার পর থেকেই পরিবেশ রক্ষার বিষয়টি আমার মনে গেঁথে যায়।-ওয়েবসাইট
×