ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নির্বাচনের ফলে ভারতে সূচক বাড়ল ৬শ’ পয়েন্ট

প্রকাশিত: ০৫:১১, ১৫ মার্চ ২০১৭

নির্বাচনের ফলে ভারতে সূচক বাড়ল ৬শ’ পয়েন্ট

মোদি জোয়ারে ভাসছে ভারতের পুঁজিবাজার। উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নিরঙ্কুশ জয়ের একদিন পরই দেশটির দুই স্টক এক্সচেঞ্জ রেকর্ড করেছে। একদিনেই বিএসইতে সেনসেক্স বেড়েছে ৬০০ পয়েন্টের বেশি। আর এনএসইতে নিফটি সূচক নতুন উচ্চতায় উঠেছে। লেনদেনের শুরুতে সেনসেক্সের অবস্থান ছিল প্রায় সাড়ে ২৯ হাজার পয়েন্ট। আর নিফটি সূচক শুরুতেই ৯ হাজার পয়েন্ট ছাড়িয়ে লেনদেন শুরু করে। শনিবার নির্বাচনের সরকারি ফলাফলের পর দেশটির বাজার বিশ্লেষকরা পূর্বাভাস দেন, মঙ্গলবার বাজারে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। নিফটি এদিন সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যাবে। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে পদ্মা অয়েল গত ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুত খাতের কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, কোম্পানিটি ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে ক্যাশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। আর যেসব শেয়ারহোল্ডার নগদ লভ্যাংশ পাননি, তাদের কোম্পানির শেয়ার অফিসে যোগাযোগ করতে হবে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে পদ্মা অয়েল ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×