ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসের নাটকীয় জয়

প্রকাশিত: ০৫:৫৩, ১২ মার্চ ২০১৭

জুভেন্টাসের নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ। দুই দলের ফলাফল তখনও ১-১ গোলে সমতায়। অতিরিক্ত সময়ের আরও ৬ মিনিট পরও ভাগ্য বদল হয়নি ম্যাচের। কিন্তু ৯৭ মিনিটে পেনাল্টিতে গোল করে জুভেন্টাস নাটকীয়ভাবে ২-১ গোলে হারায় দশজনের দলে পরিণত হওয়া এসি মিলানকে। সেইসঙ্গে মর্যাদার এই লড়াই জিতে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থানটাও আরও মজবুত করল ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। ইতালিয়ান সিরি এ লীগে ঘরের মাঠে এটা জুভেন্টাসের টানা ৩১তম জয়। ইতালিয়ান ফুটবলের অন্যতম সফল দুই দলের নাম জুভেন্টাস আর মিলান। দুই দল মিলে জিতেছে ঠিক ৫০টি লীগ শিরোপা। জুভেন্টাসের রেকর্ড ৩২ লীগ শিরোপার বিপরীতে মিলান জিতেছে ১৮টি। তাই দুই দলের লড়াই মানেই বাড়তি আকর্ষণ। হাইভোল্টেজ এই ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল জুভরা। প্রথমার্ধের ৩০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজের বাড়ানো বলে অফসাইড ফাঁদ ভেঙ্গে গোল করেন স্বাগতিক দলের মেধি বেনাতিয়া। ৯৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে তুরিনোর ওল্ড লেডিদের জয় নিশ্চিত করেন পাওলো দিবালা। সিরি এ লীগে ১২টি পেনাল্টি নিয়ে তার সবগুলোতেই সফল হয়েছেন জুভেন্টাসের এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
×