ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৫ বছরে বাজার মূলধন বেড়েছে ২৯.৫৬ ভাগ

প্রকাশিত: ০৩:৫০, ৬ মার্চ ২০১৭

৫ বছরে বাজার মূলধন বেড়েছে ২৯.৫৬ ভাগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ধারাবাহিকভাবে বাড়ছে শেয়ারবাজারের বাজার মূলধন। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন গত ৫ বছরে বেড়েছে ২৯.৫৬ শতাংশ। বিষয়টিকে ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। যার কারণে তারা মনে করছেন, এ মুহূর্তে পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাশাপাশি পুঁজিবাজার সম্পর্কে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজারে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সচেতনতার কোন বিকল্প নেই। পুঁজিবাজার সর্বদা পরিবর্তনশীল। সে পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য প্রস্তুতি প্রয়োজন। সে প্রস্তুতি ও সচেতনতাই নিয়ে আসতে পারে সফলতা। বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, বিনিয়োগ আপনাদের, ঝুঁকিও আপনাদের। মার্কেটের হঠাৎ উত্থান বা হঠাৎ পতন আমাদের কেউই প্রত্যাশা করেন না। তাই গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের ওপর ভিত্তি করে বিনিয়োগ করুন। গত ৫ বছরের বাজারচিত্র পর্যালোচনায় দেখা যায় যে, ইয়ার এন্ড ক্লোজিং মার্কেট ক্যাপিটাল অনুযায়ী ২০১২ সালে ডিএসইর বাজার মূলধন ছিল ২ লাখ ৪০ হাজার ৩৫৫ কোটি ৫৬ লাখ ২০ হাজার টাকা, যা ২০১৩ সালে ৯.২২ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ লাখ ৬৪ হাজার ৭৭৯ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকায়। ২০১৪ সালে ১৮.৭৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ লাখ ২৫ হাজার ৯২৪ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকায়। ২০১৫ সালে বাজার মূলধন ৩.০৫ শতাংশ কমে দাঁড়ায় ৩ লাখ ১৫ হাজার ৯৭৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকায়। আর সর্বশেষ ২০১৬ সালে এর বাজার মূলধন ৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৪১ হাজার ২৪৪ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকায়। অন্যদিকে, ২০১২ সালে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ লাখ ১০৮ কোটি ৪৯ লাখ টাকা, যা আগের বছরের তুলনায় ৩৫.৮৭ শতাংশ কম। ২০১৩ সালে লেনদেন হয়েছে ৯৫ হাজার ২৭৪ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় ৪.৮৩ শতাংশ কম। ২০১৪ সালে লেনদেন হয়েছে ১ লাখ ১৮ হাজার ৮৫২ কোটি ১৫ লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় ২৪.৭৫ শতাংশ বেশি। ২০১৫ সালে লেনদেন হয়েছে ১ লাখ ৩ হাজার ১৩৯ কোটি ৮৬ লাখ ৪০ হাজার টাকা, যা আগের বছরের তুলনায় ১৩.২২ শতাংশ কম। সর্বশেষ ২০১৬ সালে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ লাখ ১৯ হাজার ১৫৭ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা এবং তা আগের বছরের মোট লেনদেনের তুলনায় ১৫.৫৩ শতাংশ বেশি। আগামীতে বাজার আরও ভাল হবে এমনই আশাবাদ ব্যক্ত করে বাজার বিশ্লেষকরা বলছেন, আগের তুলনায় বর্তমান পুঁজিবাজার সবদিক থেকেই ভাল অবস্থানে আছে। একটি সময় লেনদেন বন্ধ ছিল। এছাড়াও বিনিয়োগকারী পরিপন্থী আরও কিছু রুলস ছিল, যেগুলোর কারণে গত কয়েক বছর মার্কেট খারাপ ছিল। কিন্তু এখন বিনিয়োগকারী পরিপন্থী প্রায় সব রুলস উঠিয়ে নেয়া হয়েছে। মার্জিন ঋণধারীরা আগে লেনদেন করতে পারতেন না। কিন্তু এখন পারেন।
×