ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তান নিহত

প্রকাশিত: ০৪:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০১৭

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তান নিহত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বালুবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছে মা ও শিশু সন্তান। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে ঘটনাটি ঘটে কিশোরীগঞ্জ-তারাগঞ্জ সড়কের কেল্লাবাড়ি নামক স্থানে। নিহতরা হলোÑ কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি গ্রামের হাসান উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৩০) ও দেড় বছরের মেয়ে সন্তান আশেকা খাতুন। প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাগঞ্জ বাজারে খরচ করে মা ও শিশু সন্তানটি ব্যাটারিচালিত ভ্যানে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক হতে আসা বালুবোঝাই ট্রলি ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যান আরোহী মা-মেয়ে পাকা সড়কে ছিটকে পড়ে। ফলে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তারা। দৌলতপুরে আরোহী নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে ট্রলির ধাক্কায় জামসেদ আলী (৪২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সিরাজ নগর টলটলিপাড়া এলাকার আরজেত ম-লের ছেলে। ভালুকায় যুবক নিজস্ব সংবাদদাতা ভালুকা ময়মনসিংহ থেকে জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি ওয়ালটন প্লাজার সামনে সোমবার রাত পৌনে ১১টার সময় রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী আলম এশিয়া যাত্রীবাহী বাসচাপায় বলাই কৃষ্ণ দাস (২৫) নিহত হয়েছে। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধরা এলাকাবাসী এনা পরিবহনের একটি গাড়িতে (ঢাকা- মেট্টো-ব-১৪-৬০৩৫) আগুন ধরিয়ে দেয়।
×