ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সোহাগের বই নিয়ে চমক, স্টলের সামনে উপচে পড়া ভিড়

প্রকাশিত: ২৩:০১, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

সোহাগের বই নিয়ে চমক, স্টলের সামনে উপচে পড়া ভিড়

স্টাফ রিপোর্টার ॥ চমকে দেয়ার মত তথ্য। মাত্র দুই দিনে ১৩ হাজার কপি বই বিক্রি শেষ। অমর একুশে গ্রন্থমেলায় প্রথমবারের বই প্রকাশ করে এই চমক সৃষ্টি করেছেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। তার লেখা বই 'ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস' প্রকাশের প্রথম দিনে পাঁচ হাজার ও দ্বিতীয় দিনে আট হাজার কপি বিক্রি শেষ। বইটি প্রকাশ করেছে 'শব্দশৈলী'। গত দুই দিন যাবত শব্দশৈলীর স্টলের সামনে সব সময় লেগে থাকছে দীর্ঘ লাইন। সবটাই সোহাগকে ঘিরে। দেশের নান প্রান্ত থেকে আসা বিভিন্ন বয়সী পাঠক বইটি সংগ্রহ করছেন। এই দলে যোগ হয়েছে স্কুল-কলেজের শিশুরাও। ছাত্রলীগের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতরা তো রয়েছেই। বোদ্ধারাও কিনছেন। ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ জনকণ্ঠকে বলেন, গত দুই দিন যাবত স্টলে বসছি। ব্যাপক উতসাহ উদ্দীপনা নিয়ে মানুষ বইটি কিনছে। দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসছেন। স্কুল-কলেজের ছেলে-মেয়ারও আসছে। তাদের পরিচয় দিচ্ছেন। বই সংগ্রহ করছেন। এক কথায় স্টলের সামনে উপচে পড়া ভিড় লক্ষ্য করছি। প্রথমবারের মতো বই প্রকাশের পর মানুষের এই উতসাহ দেখে এক কথায় আমি আপ্লুত। তাদের প্রতি কৃতজ্ঞ। কৃতজ্ঞ ছাত্রলীগের প্রতি। তিনি বলেন, '৬৯ বছরের পথপরিক্রমায় ঐতিহাসিক ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস নিয়ে কাটাছেঁড়া হয়েছে বিস্তর, ছড়িয়েছে বিভ্রান্তিও। সেইসব ভ্রান্তি ছেঁটে ইতিহাসের প্রকৃত আখ্যান প্রাণবন্ত উপস্থাপনায় তুলে আনার চেষ্টা করেছি বইটিতে। তিনি আরও বলেন, ছাত্রলীগের ইতিহাসকে বাঙালির ইতিহাস বলে আখ্যায়িত করেছেন ঐতিহ্যবাহী এ সংগঠনের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছাত্রলীগের ইতিহাসকে বাংলাদেশের ইতিহাস বলে অভিহিত করেছেন। বাংলাদেশ ও বাঙালি জাতির গৌরব ও সাফল্যের ইতিহাস জানতে হলে অবধারিতভাবেই জানতে হবে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাসও।
×