ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইরানবিরোধী নিষেধাজ্ঞায় চীনের প্রতিবাদ

প্রকাশিত: ০৩:৪২, ৮ ফেব্রুয়ারি ২০১৭

ইরানবিরোধী নিষেধাজ্ঞায় চীনের প্রতিবাদ

ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় কড়া প্রতিবাদ জানিয়েছে চীন। ইরানকে লক্ষ্য করে দেয়া নিষেধাজ্ঞার তালিকায় চীনা কয়েকটি কোম্পানি ও কয়েকজন ব্যক্তি রয়েছেন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং সোমবার বলেছেন, গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানবিরোধী নিষেধাজ্ঞায় যে ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করেছে তার মধ্যে চীনা নাগরিক ও প্রতিষ্ঠান রয়েছে এবং বেজিং তার আনুষ্ঠানিক প্রতিবাদ করেছে। -ইয়াহু নিউজের। ব্রিটনির ভক্ত বলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস এ্যাঞ্জেলেসের ব্রায়ান রে (৩১) নামের এক যুবক পপ সুপারস্টার ব্রিটনি স্পিয়ার্সের এতটাই ভক্ত যে তিনি তার মতো চেহারা পেতে গত ১৪ বছরে ৮০ হাজার ডলার খরচ করেছেন। এ জন্য তিনি ১৭ বছর বয়সে ডেন্টিস্টের শরণাপন্ন হন। তার ৯০ বার কসমেটিক সার্জারিও হয়েছে। ব্রায়ান ব্রিটনির সব ধরনের কোরিওগ্রাফি আয়ত্ত করেছেন এবং নৈশক্লাবগুলোতে শিল্পীর সবচেয়ে বিখ্যাত নৃত্য পরিবেশন করেছেন। -অডিটিসেন্ট্রাল ভালুকের সঙ্গে কুস্তি নিউইয়র্কের বন্যপ্রাণী উদ্ধারকেন্দ্র সম্প্রতি ১৪শ’ পাউন্ড ওজনের একটি ভালুকের সঙ্গে রক্ষীর কুস্তি খেলার ভিডিও ফেসবুকে শেয়ার করেছে। এতে দেখা যায়, রক্ষক জিম জিম্বো নামের ওই ভালুকের সঙ্গে গুতোগুতি করছে। কিন্তু জিম্বো সদা সতর্ক ছিল যাতে তার মানুষ বন্ধুর ক্ষতি না হয়। কেন্দ্রটি জানায়, জিম্বোকে আহত শাবক অবস্থায় উদ্ধারের পর তাকে বেড়ে উঠতে সহায়তা করে জিম। -ইউপিআই
×