ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অবৈধভাবে বালু উত্তোলন করায় শ্যালোমেশিন পুড়িয়ে দেয়া হলো

প্রকাশিত: ০৮:৩৯, ১ ফেব্রুয়ারি ২০১৭

অবৈধভাবে বালু  উত্তোলন করায় শ্যালোমেশিন পুড়িয়ে দেয়া হলো

সংবাদদাতা,বদরগঞ্জ, রংপুর, ৩১ জানুয়ারি ॥ রংপুরের বদরগঞ্জে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শ্যালোমেশিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলেন ইউএনও কাজী আবেদা গুলশান। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ইউএনও’র নির্দেশে পুলিশ দিয়ে পেটানো হয় স্থানীয় লোকজনকে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর ইউনিয়নের পাঠানেরহাট এলাকায়। সূত্রমতে জানা যায়, রাধানগর ইউনিয়নের পাঠানেরহাট এলাকায় একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের ভবন নির্মাণের কাজ করছিল সাবেক এমপি আনিছুল ইসলাম ম-ল। ভবন নির্মাণের জন্য তিনি পাশের চিকলি নদী থেকে শ্রমিক দিয়ে বালু উত্তোলন করছিলেন। এ বিষয় জানার পর বদরগঞ্জের ইউএনও কাজী আবেদা গুলশান একদল পুলিশ নিয়ে সেখানে যান। এ সময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে শ্যালোমেশিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে পুড়ে যায় মেশিনের ৬টি পাইপ, অর্ধশতাধিক বাঁশসহ বিভিন্ন সরঞ্জাম। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে ইউএনও’র নির্দেশে প্রতিবাদী লোকজনকে পেটানো হয়। এতে আহত হন নুর মোহাম্মদ, আলমগীর হোসেন, আমিনুল ইসলাম ও কবির হোসেনসহ বেশ কয়েকজন।
×