ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

না’গঞ্জের সাত খুন মামলার পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ

প্রকাশিত: ০৫:৫১, ২২ জানুয়ারি ২০১৭

না’গঞ্জের সাত খুন মামলার পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলায় ২৬ আসামিকে মৃত্যুদ- দিয়ে দেয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হতে পারে আজ। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন ঘোষিত এই রায়ে মামলার অন্য ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছিল। ওইদিন থেকেই বিচারক রায়ের খুঁটিনাটি বিষয় যাচাই বাছাই করছেন বলে আদালত সূত্র জানায়। সূত্র আরও জানায়, আজ রবিবার রায়ের অনুলিপি প্রকাশের পর ডেথ রেফারেন্স (মৃত্যুদ- নিশ্চিতকরণের জন্য) হিসেবে তা পাঠানো হবে হাইকোর্টে। রায় প্রকাশের পর আসামিরা আপীল করতে পারবে বলেও জানান সংশ্লিষ্টরা। এদিকে সাত খুন মামলায় আসামিদের মৃত্যুদ- কার্যকর করতে অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স শুনানি চায় নিহতদের স্বজনরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে নির্মমভাবে খুনের দায়ে গত সোমবার আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের তিন কর্মকর্তাসহ ২৬ জনকে মৃত্যুদ- এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আইনানুযায়ী রায় কার্যকর করার আগে হাইকোর্টের অনুমোদন প্রয়োজন। ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারায় এ বিধান রয়েছে। সে মোতাবেক রায়, আদেশ ও নিম্ন আদালতে বিচারের সব নথিপত্র এখন হাইকোর্টে পাঠানো হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে ডেথ রেফারেন্স শুনানির ব্যবস্থা করবে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখা। পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষা সাত দিন ॥ সাত খুন মামলার পূর্ণাঙ্গ রায়ের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট সবাই। সাত দিনেও বাদী ও আসামিপক্ষের কারও হাতে এখনও পৌঁছেনি রায়ের সত্যায়িত কপি। পূর্ণাঙ্গ রায় বিচারক নিজেই যাচাই-বাছাই করে আজ প্রকাশ করতে পারেন বলে সূত্র জানিয়েছে। দ-প্রাপ্ত উপস্থিত ২৩ আসামি হলেন ॥ মামলার প্রধান আসামি সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি নূর হোসেন (মৃত্যুদ-), র‌্যাব-১১ সাবেক ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ (মৃত্যুদ-), মেজর আরিফ হোসেন (মৃত্যুদ-), লে. কমান্ডার মাসুদ রানা (মৃত্যুদ-), এস আই পূর্ণেন্দু বালা (মৃত্যুদ-), হাবিলদার এমদাদুল হক (মৃত্যুদ-) কনস্টেবল শিহাব উদ্দিন (মৃত্যুদ-), আরওজি-১ আরিফ হোসেন (মৃত্যুদ-), ল্যান্স নায়েক হীরা মিয়া (মৃত্যুদ-), ল্যান্স নায়েক বেলাল হোসেন (মৃত্যুদ-), সিপাহী আবু তৈয়ব (মৃত্যুদ-), আসাদুজ্জামান নূর (মৃত্যুদ-), নূর হোসেনের সহযোগী হলো- মোর্তুজা জামান চার্চিল (মৃত্যদ-), আলী মোহাম্মদ (মৃত্যুদ-), মিজানুর রহমান দীপু (মৃত্যুদ-), রহম আলী (মৃত্যুদ-), আবুল বাশার (মৃত্যুদ-), কনস্টেবল বাবুল হাসান (১০ বছর), ল্যান্স কর্পো: রুহুল আমিন (১০ বছর), সৈনিক নুরুজ্জামান (১০ বছর), আবুল কালাম আজাদ (১০ বছর), এএসআই বজলুর রহমান (৭ বছর) ও হাবিলদার নাসির উদ্দিন (৭ বছর)।
×