ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রকাশিত: ০৩:৫৪, ১১ ডিসেম্বর ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মীরসরাই, কুষ্টিয়া, ভালুকা ও ফরিদপুরে দুজন করে মোট পাঁচজন নিহত হয়েছেন। খবর নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের। মীরসরাই, চট্টগ্রাম ॥ কাভার্ডভ্যান-ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকামুখী ট্রাক ওভারটেক করার সময় কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে মহাসড়কের মধ্যে কাভার্ডভ্যান ছিটকে পড়ে এবং পেছন থেকে অপর একটি ট্রাক উভয় গাড়িকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকচালক মোহাম্মদ মামুন (৩৫) ঘটনাস্থলে নিহত হন। তিনি রাজশাহী জেলার মতিহার থানার কাটাখালী গ্রামের বাসিন্দা। এছাড়া আহতরা হলেন- রাজশাহী জেলার দুর্গাপুর থানার কাঁঠালবাড়িয়ার শাহবাড় গ্রামের বাসিন্দা ট্রাকের সহকারী মুক্তার হোসেন, ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার চিকনছড়ার ইসলামপুর গ্রামের বাসিন্দা কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ রাজু, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা ট্রাকের সহকারী নাছির উদ্দিন। কুষ্টিয়া ॥ সড়ক দুর্ঘটনায় আসলাম (৪১) নামের এক নসিমনচালক নিহত হয়েছেন। শনিবার ভোরে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার আরেফ সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকার নুরু সর্দারের ছেলে। জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া থেকে জলপাই ও আলুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনচালক আসলামের মৃত্যু হয়। ভালুকা, ময়মনসিংহ ॥ ভালুকায় শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিড স্টোর এলাকায় অজ্ঞাত একটি গাড়ি উপজেলার বনগাঁও গ্রামের মৃত জব্বারের ছেলে আব্দুল জলিলকে (৭০) চাপা দিলে গুরুতর আহতাবস্থায় ভালুকা হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত জলিল সিড স্টোর এলাকার তার মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। ফরিদপুর ॥ ভাঙ্গা ও বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। এর মধ্যে ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন অটোবাইক চালক আকবর মৃধা (৪০)। বোয়ালমারীতে ট্রাকের ধাক্কায় রিমা বেগম (২৩) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ নামক স্থানে ঢাকা থেকে খুলনাগামী সেবা গ্রীন লাইন পরিবহনের একটি বাস ভাঙ্গা থেকে নগরকান্দাগামী অটোবাইককে মুনসুরাবাদ নামক স্থানে পেছন থেকে ধাক্কা দিলে অটোবাইকের চালক ও দুই যাত্রী আহত হয়। গুরুতর আহত অটোবাইক চালক আকবর মৃধাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর দেড়টার দিকে মারা যায়। নিহত অটোবাইক চালক নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর গ্রামের কাঞ্চন মৃধার ছেলে। এছাড়া ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের ময়েনদিয়া সড়কের মধ্যেরগাতী গ্রামের কিবরিয়ার বাড়ির সামনে শনিবার সকাল ৯টার দিকে রাজাপুর গ্রামের নাদের শেখের স্ত্রী রিমা বেগম তার মামা বাড়ি মধ্যেরগাতী থেকে ময়েনদিয়া সড়ক দিয়ে হেঁটে রাজাপুর নিজ বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। এসময় বোয়ালমারী থেকে ময়েনদিয়াগামী একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
×