ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র থেকে আনা সংসদের মূল নক্সা পাঠানো হবে আর্কাইভে

প্রকাশিত: ০৮:২৬, ৫ ডিসেম্বর ২০১৬

যুক্তরাষ্ট্র থেকে আনা  সংসদের মূল নক্সা পাঠানো  হবে আর্কাইভে

সংসদ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে আনা লুই আই কানের তৈরি জাতীয় সংসদের মূল নক্সা শীঘ্রই পাঠানো হবে জাতীয় আর্কাইভে। বর্তমানে এটা সংসদ সচিবালয়ে সংরক্ষিত আছে। জাতীয় আর্কাইভে সর্ব সাধারণের জন্য তা খুলে রাখা হবে। একই সঙ্গে মূল নক্সার আরেকটি কপি পাঠানো হবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে। নক্সা অনুযায়ী সংসদ সচিবালয়ের কাজ বাস্তবায়ন করতেই মন্ত্রণালয়কে দেয়া হবে। তবে মূল নক্সার কপি সংরক্ষিত থাকবে সংসদ সচিবালয়ে। স্পীকারের একান্ত সচিব মোঃ কামাল বিল্লাহ রবিবার সাংবাদিকদের এসব তথ্য জানান। ১ ডিসেম্বর, ২০১৬ সালে যুক্তরাষ্ট্র থেকে নক্সার কপি সংসদ সচিবালয়ে পৌঁছায়। ওইদিন রাতেই স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীকে তা বুঝিয়ে দেয়া হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, লুই আই কানের নক্সা দেশে আসার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে। নক্সা বিশারদদের একটি টিম শীঘ্রই প্রধানমন্ত্রীকে নক্সার বিষয়ে বিস্তারিত জানাবে। এরপরই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে সরকার। এর আগে সংসদের মূল নক্সা সংগ্রহ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া কর্তৃপক্ষের সঙ্গে প্রথম থেকে বকেয়া পরিশোধ নিয়ে টানাপড়েন চলে বাংলাদেশের। বাংলাদেশের দাবি ছিল চাহিদা অনুযায়ী লুই আই কান পূর্ণাঙ্গ নক্সা তৈরি করেননি। অন্যদিকে লুই আই কানের প্রতিষ্ঠানের দাবি বাংলাদেশ যে পরিমাণ টাকা দেয়ার কথা ছিল তা পরিশোধ করেনি। পেনসিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভে নক্সাগুলো সংরক্ষিত রয়েছে। পেনসিলভেনিয়া কর্র্তৃপক্ষ বাংলাদেশের কাছে পুরনো বকেয়া হিসেবে প্রায় এক কোটি টাকা দাবি করে। পাল্টা যুক্তি তুলে ধরে বাংলাদেশ। এ নিয়ে বেশ কয়েক মাস ধরে চলে রশি টানাটানি। শেষ পর্যন্ত ৬১ হাজার ডলারে রফা হয়। যা বাংলাদেশী টাকায় প্রায় ৫০ লাখ। পরে বাংলাদেশ ওই টাকা পরিশোধ করে। অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে বিশেষ বরাদ্দ নিয়ে নক্সার টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
×