ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ ও যশোরে বন্দুকযুদ্ধে ডাকাতসহ নিহত ২

প্রকাশিত: ০৫:৪৬, ২ ডিসেম্বর ২০১৬

সিরাজগঞ্জ ও যশোরে বন্দুকযুদ্ধে ডাকাতসহ নিহত ২

জনকণ্ঠ ডেস্ক ॥ যশোরে বুধবার মধ্যরাতে কথিত গোলাগুলিতে রিপন হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। তার বাড়ি বেনাপোল পোর্ট থানার ছোট আচড়া গ্রামে, পিতার নাম হাবিবুর সরদার। ঘটনাটি ঘটে যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এদিকে সিরাজগঞ্জে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত সরদার দুলার হোসেন নিহত হয়েছে। খবর স্টাফ রিপোর্টারদের পাঠানো। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইলিয়াস হোসেন বলেন, পাঁচবাড়িয়া স্কুলের কাছে যশোর-মাগুরা মহাসড়কের ওপর দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে খবর পায় পুলিশ। সে অনুযায়ী রাত ১টার দিকে একদল পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে। এ সময় ঘটনাস্থল থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার এম আব্দুর রশিদ বলেন, রাত পৌনে ২টার দিকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনে। পরীক্ষা করে দেখা যায়, আগেই মারা গেছেন তিনি। তার মাথার ডান পাশে এক রাউন্ড গুলি বিদ্ধ হয়েছে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক এইচএম শহিদুল ইসলাম জানান, নিহত যুবকের তার নাম রিপন হোসেন। সে বেনাপোল বন্দরের নিরাপত্তারক্ষী আনসার সদস্য ফিরোজ হাসান হত্যা মামলার ১ নম্বর আসামি। এছাড়া থানায় তার নামে একাধিক মামলা রয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি বলছেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শূটারগান, এক রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সিরাজগঞ্জে ডাকাত সরদার নিহত ॥ বুধবার রাতে কামারখন্দে ডাকাতির প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুলাল বাহিনীর প্রধান ডাকাত দুলাল হোসেন (৪২) নিহত হয়েছে। এ সময় র‌্যাবের এক সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, ১টি শাটারগান, ৭ রাউন্ড গুলি ও রামদা উদ্ধার করে র‌্যাব। নিহত দুলাল হোসেন বেলকুচি সোমেশপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। র‌্যাবের তথ্য অনুযায়ী তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে। বঙ্গবন্ধু সেতুর সংযোগ মহাসড়ক, পাবনা-বগুড়া মহাসড়কসহ বিভিন্ন স্থানে তার নেতৃত্বে ডাকাতি ও ছিনতাই হয়ে আসছিল। র‌্যার-১২ এর সিরাজগঞ্জের এএসপি হাসিবুল রহমান হাসিব জানান, বুধবার রাত ১০টায় কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজের কাছে দুলাল বাহিনীর প্রধান দুলাল ও তার সহযোগীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যার সদস্যরা সেখানে অভিযান চালানোর এক পর্যায়ে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে অন্যরা পলিয়ে য়ায় এবং সেখান থেকে দুলালের লাশ উদ্ধার করা হয়। গোলাগুলির এ ঘটনায় র‌্যার সদস্য রুস্তম আলী আহত হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
×