ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প

প্রকাশিত: ০৬:১৪, ১৪ নভেম্বর ২০১৬

জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন ট্রাম্প

বৈশ্বিক জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম দ্রুত প্রত্যাহারের পথ খুঁজছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত একটি ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স অনলাইন। তবে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় পরিসরে কার্বন নিঃসরণ হ্রাসে আন্তর্জাতিক সমর্থন তৈরির পক্ষে কাজ করবেন তিনি। খবর ইয়াহু নিউজের। মরক্কোর মারাকেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় নিয়ে আলোচনা চলছে, যা চলবে ১৮ নবেম্বর পর্যন্ত। বৃহৎ অর্থনীতির দেশ চীন থেকে শুরু করে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র মিলে প্রায় ২০০টি দেশ কার্বন নিঃসরণ কমানোর প্যারিস চুক্তি ২০১৫ অনুসমর্থন করেছে। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ‘গুজব’ বলে উল্লেখ করেন এবং প্রেসিডেন্ট হলে প্যারিস চুক্তি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয়ার প্রতিশ্রুতি দেন। ট্রাম্পের ক্ষমতা গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত আন্তর্জাতিক জ্বালানি ও জলবায়ু নীতিবিষয়ক ঘনিষ্ঠ এক সূত্র জানায়, আগামী চার বছরের জন্য চুক্তি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন ট্রাম্প।
×