ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুশ আপের পক্ষে মিসবাহ

প্রকাশিত: ২০:১৩, ৩০ অক্টোবর ২০১৬

পুশ আপের পক্ষে মিসবাহ

অনলাইন ডেস্ক ॥ কিছুদিন আগে এক সাংসদের অভিযোগের ভিত্তিতে পাকিস্তানি ক্রিকেটাদের মাঠে পুশ আপ উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান (পিসিবি) অবশ্য কিছুটা দোটানায় পড়েছেন। প্রথমে এর পক্ষে রায় দিলেও পরে জানিয়েছেন, পুশ আপ নিষিদ্ধ হবে না। এবার মাঠের এই উদযাপন শুরু করা পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকও এই উদযাপনের পক্ষেই সাফাই গাইলেন। তার মতে, পুশ আপের মাধ্যমে প্রতিপক্ষকে অসম্মান করা না। বরং এটা শুধুই পাকিস্তান আর্মিকে সম্মান জানানোর পন্থা। তিনি বলেন, ‘এটা আর হবে না। তবে আমার মনে আমাদের এই উদযাপন কোন ভাবেই প্রতিপক্ষকে অসম্মান করা হয় না। এটা শুধু মাত্র আমাদের আর্মিকে সম্মান জানানোর একটা পন্থা।’ গেল রোববার ক্রীড়া বিষয়ক এক বৈঠকে সাংসদ রানা মোহাম্মদ আফজাল বলেছিলেন, ‘পুশ আপ ক্রিকেটের সাথে যায় না। মিসবাহ ও তার দল এটা দিয়ে বিশ্বকে কি বুঝাতে চায়? এতে দেশের দিকেই আঙুল তোলা হয়।’ এর পর পরই বোর্ডের পক্ষ থেকে পুশ আপ নিষিদ্ধ করে দেওয়া হয়।
×