ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

প্রকাশিত: ০৬:০৮, ২১ অক্টোবর ২০১৬

রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) আয়োজিত ৩ দিনব্যাপী ‘রাসায়নিক নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিষয়ক আঞ্চলিক সেমিনার’র সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার অন্তরা হল, রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন, ঢাকাতে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সাইফুল ইসলাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তার বক্তব্যের মাধ্যেমে নিরাপদে রাসায়নিক দ্রব্য প্রয়োগ ও ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ তথা নিরাপদ পৃথিবী গড়ার আকাক্সক্ষা ব্যক্ত করে সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন। সেমিনারে বিএনএসিডব্লিউসি এর সদস্য সচিব ব্রিগেডিয়ার জেনারেল এজাজুল বার চৌধুরীসহ সার্ক ও আসিয়ানভুক্ত দেশসমূহ থেকে ২০ জন এবং দেশের বিভিন্ন সরকারী, বেসরকারী ও স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠান থেকে ২০ জনসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন। সেমিনারে নিরাপদে রাসায়নিক দ্রব্য ব্যবহার ও প্রয়োগের উপর বিস্তারিত আলোচনা করা হয়। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক এবং বিভিন্ন সংস্থার/প্রতিষ্ঠানের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। -আইএসপিআর
×