ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আজ হাইতি পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব

প্রকাশিত: ০৬:১৩, ১৫ অক্টোবর ২০১৬

আজ হাইতি পরিদর্শন  করবেন জাতিসংঘ  মহাসচিব

জাতিসংঘ মহাসচিব শনিবার হাইতিতে হারিকেন ম্যাথিউয়ের আঘাতে বিধ্বস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন। জাতিসংঘ ক্যারিবিয়ান দেশটির জন্য সহায়তা তহবিলের যে আবেদন জানিয়েছিল তাতে কম দাতাই সাড়া দিয়েছে। খবর এএফপির। বান কি-মুনের দফতর থেকে বলা হয়েছে, বান হাইতির দক্ষিণাঞ্চলীয় উপকূল সেল সাইয়েস সফর ও হাইতির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন। ম্যাথিউয়ের আঘাতে যে কয়েকটি নগরী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেল সাইয়েস তার অন্যতম। জাতিসংঘ আন্তর্জাতিক দাতাদের কাছে হাইতির জন্য ১২ কোটি মার্কিন ডলারের একটি সহায়তা তহবিলের আবেদন জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজ্যারিক জানান, এ পর্যন্ত মাত্র ৬১ লাখ মার্কিন ডলার সহায়তা পাওয়া গেছে। এটা যা আবেদন করা হয়েছিল তার ৫ শতাংশ। ৪ অক্টোবর ৪ ক্যাটাগরির প্রলয়ঙ্করী ঝড় ম্যাথিউয়ের আঘাতে অন্তত ৪৭৩ জন প্রাণ হারায়। ঝড়টি ঘণ্টায় ১৪৫ মাইল বেগে বয়ে যায়। বান সোমবার বলেন, ঝড়ে দেশটিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সেখানকার বাসিন্দাদের প্রয়োজন মেটাতে ‘ব্যাপক সহায়তার’ প্রয়োজন। ঝড়ে বেশ কয়েকটি শহর ও গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় ১৪ লাখ লোকের জরুরী ভিত্তিতে সহায়তা প্রয়োজন। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট হারিকেনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর জন্য বৃহস্পতিবার ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে।
×