ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জঙ্গী দমন তৎপরতার প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৫:৫৯, ১০ অক্টোবর ২০১৬

জঙ্গী দমন তৎপরতার প্রশংসা করলেন মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক রিপোর্টার ॥ জঙ্গী দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। তিনি বলেছেন, আমরা অত্যন্ত সফল কয়েকটি পুলিশ অভিযান দেখেছি। এর পেছনে পুলিশের সুষ্ঠু তদন্ত কার্যক্রম বলিষ্ঠ ভূমিকা রেখেছে। তবে জঙ্গীদের বিচারের মুখোমুখি করাও জরুরী। রবিবার পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, এটা খুব ভাল দিক যে, র‌্যাব ও পুলিশের নতুন এ্যাপ্লিকেশন চালু হয়েছে, যার মাধ্যমে জনগণ সাধারণ অপরাধ ও সন্ত্রাসী ঘটনা সম্পর্কে রিপোর্ট করতে পারছে। শনিবার জঙ্গীদের বিরুদ্ধে দেশের চারটি স্থানে অভিযান পরিচালিত হয়। সেই অভিযানে ১২ জঙ্গী নিহত হয়েছে। এ অভিযান সম্পর্কে মন্তব্য জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, এটির বিষয়ে আমি বিস্তারিত জানি না। তবে সন্ত্রাসীদের গ্রেফতার করা বা মেরে ফেলা নয়, তাদের বিচারের মুখোমুখি করা জরুরী। কিন্তু এর পেছনের মূল কারণ বের করতে না পারলে এগুলো যথেষ্ট নয়। পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা সফর করেছেন। এছাড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আমরা এখানে সহযোগিতার বিষয়গুলো আলোচনা করেছি। সূত্র জানায়, ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে পঞ্চম নিরাপত্তা সংলাপ গত সপ্তাহে বাংলাদেশে অনুষ্ঠিত হয়। সেখানে নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ দমন, গোয়েন্দা তথ্যবিনিময়, প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিসহ সার্বিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়। এ সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতায় গত চার বছরে ধরে চলা আলোচনা ও সিদ্ধান্ত পর্যালোচনা করা হয়। বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস-চরমপন্থার সাম্প্রতিক উত্থানের প্রেক্ষাপটে নিবিড় সহযোগিতার বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। জঙ্গী ও সহিংস চরমপন্থীদের নিয়ন্ত্রণ ও হামলা ঠেকাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সক্ষমতা বাড়াতে চায় যুক্তরাষ্ট্র। প্রয়োজনের নিরিখে ও চাহিদা অনুযায়ী বাংলাদেশ সরকার এ সহযোগিতা নিতে আগ্রহী। সংলাপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যুগপোযোগী প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। রবিবার পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে নিরাপত্তা সংলাপে নেয়া সিদ্ধান্ত পর্যালোচনা করেন বার্নিকাট। এছাড়া কিভাবে সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা যায়, সেটাও আলোচনা করেন তারা।
×