ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ডিজিটাল ওয়ার্ল্ড আগামী ১৯-২১ অক্টোবর

প্রকাশিত: ০৩:৫৭, ৫ সেপ্টেম্বর ২০১৬

ডিজিটাল ওয়ার্ল্ড আগামী  ১৯-২১ অক্টোবর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সর্ববৃহৎ ডিজিটাল এক্সপো ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ আগামী ১৯-২১ অক্টোবর রাজধানীতে অনুষ্ঠিত হবে। এক্সপোতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও সাফল্যসমূহ প্রদর্শিত হবে এবং এটি হবে আইসিটি বিষয়ক জ্ঞান ও ধারণা বিনিময়ের একক মঞ্চ। ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ সচিবালয়ের সচিব মোহাম্মদ এনামুল কবীর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও এ মেলার প্রধান লক্ষ্য আইসিটি সেক্টরে সাফল্যগুলো তুলে ধরা এবং আইসিটি সংশ্লিষ্ট ধারণার অবাধ প্রবাহ সৃষ্টির জন্য একটি মঞ্চ সৃষ্টি। এ ধারণা অথবা ভাবনা দেশকে রূপকল্প-২০২১ অর্জনে দিক-নিদের্শনা দেবে। ডিজিটাল ওয়ার্ল্ডের পরিচালক (প্রশিক্ষণ) কবীর আরও জানান, এই তিন দিনের ব্যাপক কর্মসূচীতে থাকবে সেমিনার, আইটি ক্যারিয়ার মেলা, সফ্ট মেলা, ই-গবর্নেন্স মেলা, মোবাইল উদ্ভাবনী মেলা এবং ই-কমার্স ও বিজনেস প্রসেস আউটসোসিং (বিপিও) কর্মসূচী। তিনি জানান, কর্পোরেট, প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিক্রেতাসহ পাঁচ লাখের বেশি পরিদর্শক তিন দিনের এ মেলায় আসবে বলে আশা করা হচ্ছে। নীতি-নির্ধারক ও উর্ধতন সরকারী কর্মকর্তা, শিল্পাঞ্চলের নেতা, সুশীল সমাজের মুখপাত্র, বিনিয়োগকারী ও বহুজাতিক সফ্টওয়্যার বিক্রেতাসহ প্রায় ৪শ’ দেশী ও বিদেশী প্রদর্শক এ মেলায় অংশ নেবেন। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এ্যান্ড ইনফর্মেশন সার্ভিস (বেসিস) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচীর সহায়তায় আইসিটি বিভাগ দেশের আইসিটি সেক্টরের এ গুরুত্বপূর্ণ বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করছে।
×