ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০ সেনা ও পুলিশ নিহত আফগানিস্তানে একটি জেলা দখলে নিল তালেবান জঙ্গীরা

প্রকাশিত: ০৪:০৭, ২৯ আগস্ট ২০১৬

২০ সেনা ও পুলিশ নিহত আফগানিস্তানে একটি জেলা দখলে নিল তালেবান জঙ্গীরা

বহু পুলিশ ও সেনাকে হতাহত করে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় একটি জেলার দখল নিয়েছে তালেবান জঙ্গীরা। এতে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সড়ক হুমকির মুখে পড়েছে বলে শনিবার জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর ওয়েবসাইটের। দেশটির পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের জানি খেল জেলার গবর্নর আব্দুল রহমান সোলামল জানিয়েছেন, রাতভর তীব্র লড়াইয়ের পর নিরাপত্তা বাহিনীকে জেলাটি থেকে হটিয়ে দিয়েছে তালেবান জঙ্গীরা। এতে ২০ জনেরও বেশি সেনা ও পুলিশ নিহত এবং আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। অপরদিকে ২০০ তালেবান নিহত হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে তালেবান জঙ্গীদের নিহত হওয়ার দাবিটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। জানি খেলে আটটি জেলা থেকে আসা মহাসড়ক মিলিত হয়েছে এবং এখান থেকে বের হওয়া সড়ক পাকতিকার সঙ্গে প্রতিবেশী খোস্তপ্রদেশ ও পাকিস্তানকে যুক্ত করেছে।
×