ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুয়াকাটা-আলীপুরে চলছে আহাজারি ॥ এখনও নিখোঁজ ৩৩ জেলে

প্রকাশিত: ০৫:৫২, ২০ আগস্ট ২০১৬

কুয়াকাটা-আলীপুরে চলছে আহাজারি ॥ এখনও নিখোঁজ ৩৩ জেলে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৯ আগস্ট ॥ নিখোঁজ সন্তান রাসেলের ফিরে আসার অপেক্ষায় অশ্রুভেজা চোখে সাগরপানে চেয়ে আছেন কহিনুর বেগম। ২০০৭ সালে এভাবেই সাগরে স্বামী আব্দুল কাদেরকে হারিয়েছেন এ মানুষটি। এখন একমাত্র বুকের ধন ও সংসারের বোঝা বইবার অবলম্বন হারানোর শঙ্কায় কহিনুর দিশাহারা হয়ে পড়েছেন। সাগর থেকে কোন ট্রলার ফিরে আসার শব্দ পেলেই ছুটে যান সাগর মোহনা কিংবা নদীর তীরে। শুধু কহিনুর বেগম নয়, কলাপাড়া উপজেলার আলীপুরের খাজুরা জেলে আবাসনপল্লীর ৮০ পরিবারের বহু সদস্য এখনও ফিরে আসেনি। ট্রলারসহ নিখোঁজ রয়েছে। এদের মধ্যে রাসেল, সজিব, হানিফ, জাকির, সুমন ও গিয়াসের নাম জানা গেছে। ওই জেলেপল্লীতে চলছে নিখোঁজ জেলে পরিবারের স্বজনদের আহাজারি। মঙ্গলবার রাতের আকস্মিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয় অন্তত ১২ ট্রলারসহ দেড় শতাধিক জেলে। এর মধ্যে ১০টি ট্রলারের খোঁজ মিললেও এখনও ৩৩ জেলেসহ নিখোঁজ রয়েছে দুটি ট্রলার। এসব জেলে পরিবারের সদস্যরা রয়েছে চরম উৎকণ্ঠায়। ঝড়ের কবল থেকে ফিরে আসা মাঝি আবু বক্কর জানান, মঙ্গলবার রাতে কোনকিছ বুঝে ওঠার আগেই সাগরে হঠাৎ ঝড়ের কবলে পড়ে মাছ ধরার প্রায় দুই হাজার ট্রলার। তাদের ট্রলারের তলা ফেটে ডুবে যায়। অন্য ট্রলারের সহায়তায় ফিরে আসেন কিনারে। কক্সবাজারের এফবি রাহা ট্রলারের ইউসুফ মাঝি জানান, সবশেষ ফিরে আসা ট্রলার এফবি রাহাত ঝড়ের কবলে পড়ে ডুবে গেলে ওই ট্রলারের ১৩ জেলেকে তারা উদ্ধার করে নিয়ে আসেন। এখনও নিখোঁজ রয়েছে তাদের তিন জেলে। কুয়াকাট-আলীপুর মৎস্য ও ট্রলার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, ঝড়ের ধকল কাটিয়ে অনেক ট্রলার ফিরে এলেও এখনও খোঁজ মেলেনি এফবি সালেহা, এফবি সায়েম ট্রলারসহ ৩৩ জেলের।
×