ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গৃহকর্মীর মৃত্যু ॥ গৃহকর্তাকে গণধোলাই

প্রকাশিত: ০৪:১৫, ৬ আগস্ট ২০১৬

গৃহকর্মীর মৃত্যু ॥ গৃহকর্তাকে গণধোলাই

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ গরম পানিতে ঝলসানোর ৯ দিন পর বিনা চিকিৎসায় মারা গেল জুঁই (১২) নামে এক গৃহকর্মী। পুলিশী হয়রানি আর মামলা মোকদ্দমার ভয়ে বাড়িতেই ওই গৃহকর্মীর চিকিৎসা করানো হয় মর্মে গৃহকর্তা স্বীকার করেন। গরম পানিতে ঝলসে যাওয়ার খবরটিও জানানো হয়নি গৃহকর্মীর বাবা-মাকে। অভিযোগ রয়েছে, নির্যাতনের একপর্যায়ে গৃহকর্তা আলমগীরের স্ত্রী কুদরতুন্নাহার লায়সা বেগম গৃহকর্মী জুুঁইয়ের শরীরে গরম পানি ঢেলে দেয়। এতে জুঁইয়ের শরীরের ৬০ শতাংশ ঝলসে যায়। অবশেষে ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গৃহকর্মী জুঁই দিনাজপুরে মারা গেলে তার লাশ নিয়ে আসা হয় জুঁইয়ের নিজ গ্রামের বাড়ি বোদা উপজেলার কুড়ালিপাড়া গ্রামে। এখানে মৃত মেয়ের শরীরের ঝলসানো চেহারা দেখে পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও গ্রামবাসী চমকে উঠে। এ সময় ক্ষুব্ধ গ্রামবাসী গৃহকর্তা আলমগীরকে গণধোলাই দিলে একপর্যায়ে সে পালিয়ে যায়। গ্রামবাসী আলমগীরের স্ত্রীকে আটক করে রাখে। রাতারাতি স্থানীয়ভাবে ৩ লাখ টাকায় ঘটনাটি মীমাংসা করে নেয়ার পর গৃহকর্মী জুঁইয়ের লাশ দাফন করা হয়।জানা যায়, প্রায় ৩ বছর আগে গৃহপরিচারিকার কাজ করার জন্য কুড়ালিপাড়া গ্রামের জয়নাল আবেদীন জালালের মেয়ে জুঁইকে (১২) নিয়ে যাওয়া হয় দিনাজপুরে বসবাসরত বোদা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক লুৎফর রহমানের মেয়ে জামাই আলমগীরের বাসায়।
×