ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অন্যরকম

প্রকাশিত: ০৫:৫০, ৩ আগস্ট ২০১৬

অন্যরকম

পানির অভাবে বিলুপ্ত লোমশ ম্যামথের সর্বশেষ গ্রুপগুলোর মধ্যে একটি খাবার পানির অভাবে মারা গেছে বলে ধারণা বিজ্ঞানীদের। বরফযুগের এই পশু আলাস্কা উপকূলের প্রত্যন্ত একটি দ্বীপে বাস করত এবং তারা পাঁচ হাজার ৬০০ বছর আগে মারা গেছে। বিজ্ঞানীদের বিশ্বাস, জলবায়ুর উষ্ণতার কারণে হ্রদগুলো অগভীর হয়ে যায় এবং অনেক হ্রদই সাগরে হারিয়ে যায় এবং সমুদ্রের লবণাক্ত পানি বাকি হ্রদে ঢুকে পড়ে। আর তখন এই প্রাণীগুলো খাবার পানির অভাবে তৃষ্ণা মেটাতে ব্যর্থ হয়। পৃথিবীর বেশির ভাগ লোমশ ম্যামথ প্রায় ১০ হাজার ৫০০ বছর আগে মারা যায়। বিজ্ঞানীদের ধারণা, মানুষের শিকার ও পরিবেশগত পরিবর্তন এই প্রাণীর বিলুপ্তিতে ভূমিকা রেখেছে। -বিবিসি হিলারিকে সমর্থন সিম্পসন্সের আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দিতে সম্মত হয়েছে দেশটির জনপ্রিয় কার্টুন পরিবার দি সিম্পসন্সের সদস্য মার্জ ও হোমার সিম্পসন। টোয়েন্টিন্থ সেঞ্চুরি ফক্স এ সম্পর্কিত নতুন একটি ভিডিও প্রকাশ করেছে। ‘থ্রিএম’ শিরোনামে ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হয়েছে। -বিবিসি
×