ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লিবিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা শুরু

প্রকাশিত: ০৫:৪৯, ৩ আগস্ট ২০১৬

লিবিয়ায় আইএসের ওপর মার্কিন বিমান হামলা শুরু

লিবিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) অবস্থানের ওপর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। লিবিয়ায় জাতিসংঘ সমর্থিত সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। খবর বিবিসির। আইএসের শক্তিশালী ঘাঁটি বন্দর শহর সির্তে জঙ্গী অবস্থানগুলো লক্ষ্য করে সোমবার হামলা চালানো হয়। এসব হামলায় আইএসের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জানিয়েছেন লিবিয়ার প্রধানমন্ত্রী ফায়েজ সাররাজ। এই বিমান হামলাই প্রথম ঘটনা যার ক্ষেত্রে লিবিয়ার ঐকমত্যের সরকারের সঙ্গে সমন্বয় করে দেশটিতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর আগে গত বছরের ফেব্রুয়ারি ও নবেম্বরে লিবিয়ায় আইএসের অবস্থান লক্ষ্য করে দু’বার বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। লিবিয়ায় আইএসের ক্রমাগত শক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন হয়ে উঠছে পশ্চিমা শক্তি। এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামার অনুমোদন নিয়ে আইএসের সঙ্গে লড়াইরত লিবীয় সরকারী বাহিনীকে সহায়তা করতে হামলা চালানো হয়। এতে আরও বলা হয়, এই পদক্ষেপ এবং এর আগে নেয়া পদক্ষেপের ফলে আইএস লিবিয়ায় নিরাপদ আশ্রয় গড়ে তুলতে পারবে না। এই আশ্রয় থেকে গোষ্ঠীটি যুক্তরাষ্ট্র ও আমাদের মিত্রদের ওপর হামলা চালাতে পারে। পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেছেন, কিছুদিন ধরে লিবীয় প্রশাসনের জানানো অনুরোধে সাড়া দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে এসব হামলা চালানো হয়েছে। আসছে নোগাট গুগলের সর্বশেষ এ্যান্ড্রয়েড সংস্করণ নোগাট চলতি মাসেই বাজারে ছাড়া হবে। গুগলের নেক্সাস স্মার্টফোনে নিরাপত্তা প্যাঁচসহ এই সফটওয়্যারটি বাজারে আসবে। নতুন এই এ্যান্ড্রয়েড সংস্করণের নেক্সাস ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। এছাড়া স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনেও নোগাট চলবে। ভবিষ্যতে নেক্সাস সিরিজের স্মার্টফোনও হবে নোগাট ভিত্তিক। - টেকক্রাঞ্চ এইচপির ভুল স্বীকার ভুলের জন্য ক্ষমা চেয়েছে বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি। ওয়েবসাইটে ভুল করে একটি ল্যাপটপের দাম ২৩৭৮ মার্কিন ডলার থেকে কমিয়ে ১ দশমিক ৫৮ মার্কিন ডলার লেখা হয়। পরে ত্রুটি সংশোধনের জন্য ব্রিটেনের সব অনলাইন স্টোর বন্ধ করে দেয়। এক বিবৃতিতে এইচপি জানায়, ভোগান্তির শিকার গ্রাহকদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। সাপ্তাহিক ছুটির দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচপি থেকে ওয়েবে ল্যাপটপ কিনতে গিয়ে গ্রাহকরা অসুবিধায় পড়েন। - বিবিসি
×