ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবানের মধ্যে সোনা, ধরা পড়লেন এক যাত্রী

প্রকাশিত: ০৮:১৩, ২৭ জুলাই ২০১৬

সাবানের মধ্যে সোনা, ধরা পড়লেন এক যাত্রী

স্টাফ রিপোর্টার ॥ সাবানে লুকিয়ে সোনা আনতে গিয়ে ধরা খেলেন এক প্রবাসী বাংলাদেশী। শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরিফ নামের এই প্রবাসীর ব্যাগ স্ক্যানিং করে সাবানের মধ্যে লুকানো ৫টি স্বর্ণবার জব্দ করে কাস্টমস কর্তারা। জানা যায়, সোমবার রাত ৯টার দিকে সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ার ৭৮৫ যোগে আসেন কুমিল্লার যুবক মোঃ আরিফ। গত ফেব্রুয়ারিতে তিনি সিঙ্গাপুর যান। গ্রিন চ্যানেল পার হওয়ার সময় আরিফের ব্যাগ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংয়ে দেয়ার পরে আরিফ সন্দেহজনক আচরণ করতে থাকেন। পরে তার ব্যাগ স্ক্যানিংয়ে দেয়া হলে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। স্বর্ণের অস্তিত্ব খুঁজে পেয়ে দ্রুত ব্যাগ খোলা হয়। সব জিনিসপত্র তল্লাশি শেষ। কিন্তু স্বর্ণ কোথায় গেল, প্রশ্ন কর্মকর্তাদের। অবশেষে কাগজ, পলিথিন আর স্কচটপ দিয়ে মোড়ানো ৩টি প্যাকেট খুঁজে পাওয়া গেল। কর্মকর্তাদের তাৎক্ষণিক সিদ্ধান্ত, প্যাকেট খুলে স্ক্যানিং করতে হবে। প্যাকেট খুলে দেখা গেল, কার্বন সবুজ রঙ্গের সিনথল সাবান। সব সাবান খোলার পর দেখা গেল, স্বর্ণ নেই। তাহলে গেল কই? একে একে ৩টি প্যাকেটের সাবান খোলা হলো। একটি প্যাকেট খুলতেই ৫টি সাবান অস্বাভাবিক মনে হলো। তখনই একটি সাবান ভেঙ্গে দেখা যায় মাঝখানে এমনভাবে স্বর্ণবার বসানো হয়েছে যে, বোঝার উপায় নেই। কিভাবে এ স্বর্ণ এলো, চলে জিজ্ঞাসাবাদ। আরিফের একই উত্তর একজন চালান হিসেবে দিয়েছেন। জানতাম না, স্বর্ণ রয়েছে। সাবান ভেবে আমি নিয়ে এসেছি। আমি স্বর্ণ নিয়ে আসিনি।
×