ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৬:০৪, ২২ জুলাই ২০১৬

ফ্যাশন সংবাদ

লেজার মেডিক্যাল স্থুলতা বা মেদ সমস্যা সমাধানে ডা. ঝুমু খান’স লেজার মেডিক্যাল দিচ্ছে অত্যাধুনিক ট্রিটমেন্ট। এখানে মেদ কমানোর অত্যাধুনিক ট্রিটমেন্ট ‘বাইকম থেরাপি’ দেয়া হয়। এতে প্রতিটি সেশনে এক থেকে দুই কেজি ওজন কমানো যায়। এই থেরাপি বডির মেটাবলিজম হার বাড়ায়, ক্ষুধা নিয়ন্ত্রন করে, খাদ্যের প্রতি আকর্ষন কমায়, এনার্জি লেভেল বাড়ায়, হরমোন লেভেল নিয়ন্ত্রন করে। এছাড়াও বডি শেপিংয়ের জন্য রয়েছে অত্যাধুনিক নন-সার্জিক্যাল ট্রিটমেন্ট ‘আল্ট্রাসনিক লাইপোলাইসিস’। এই ট্রিটমেন্টে আল্ট্রাসাউন্ড ওয়েভের মাধ্যমে বডির নির্দিষ্ট এরিয়ার ফ্যাট সেলগুলো ভেঙ্গে দেয়া হয়। যার ফলে বডির কাঙ্খিত আকৃতি অর্জন করা সম্ভব হয়। ডা. ঝুমু খান’স লেজার মেডিক্যাল সেন্টারে ট্রিটমেন্টের পাশাপাশি স্থুলতা অনুযায়ী সুষম খাদ্য তালিকা সম্পর্কে পরামর্শ দেয়া হয়, ফলশ্রুতিতে সহজেই ওজন কমানো সম্ভব হয়। বিস্তারিত জানতে- উত্তরা শাখা- ০১৯৫৪৩৩৩৪৪৪, ধানমন্ডি শাখা- ০১৭২৭০০১১৯৯, গুলশান শাখা- ০১৭১১৬৬০৯৩৮। অপাস ফ্যাশন হাউস অপাস শোরুমে নানা রঙের বিন্যাস আর নজরকাড়া বৈচিত্র্যের, এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। বর্ষা ঋতু উপলক্ষে অপাস ফ্যাশন হাউস নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি এনেছে। ঋতু বৈচিত্র্যের কথা মাথায় রেখে ফেব্রিক্স ও রঙের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। বর্ষার আয়োজনে প্রধানত জোর দেয়া হয়েছে পোশাকের উপকরণের ডিজাইনে, কাট প্যাটার্ন ও ফিনিশিংয়ে এবং এক্সেসরিজের ব্যবহারে। ক্রেতাদের কথা ভেবে কয়েকটি মূল্যসীমায় পাঞ্জাবির কালেকশন সাজিয়েছে। ৬১ আজিজ সুপার মার্কেট (গ্রাউন্ড ফ্লোর), শাহবাগ, ঢাকা। মুঠোফোন : ০১৯১৪-৬১ ৪০ ১৬। ব্যাঙ ঋতু বৈচিত্র্যতায় বর্ষার অবস্থান ভিন্নতর। তাই ব্যাঙ বর্ষা ঋতু উপযোগী, বেশ রুচিশীল ও উৎসবনির্ভর পোশাক তৈরি করছে। ব্যাঙ নিজের সৃজনশীলতায় তৈরি করছে একদম আলাদা স্টাইলের পোশাক। দেশের বৃহৎ পছন্দের ব্রান্ড ব্যাঙে পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল শার্ট, টি-শার্ট, পলো-শার্ট, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক। রোড : ১, সেকশন : ১, ব্লক : ক, (জাতীয় সুইমিং কমপ্লেক্স এর বিপরীতে), মিরপুর : ১, ঢাকা : ১২১৬; শামসুর রহমান খান পৌর মার্কেট, ২য় তলা, দোকান নং : ১,২, ভিক্টোরিয়া রোড, কালিবাড়ি মোড়, টাঙ্গাইল। হটলাইন : ০১৯৭৭ ১১২ ২৬৪ মন্টে কার্লো রাজধানীর বনানীর ১১নং সড়কে নিজস্ব শোরুমে উদযাপিত হলো ফ্যাশন হাউস মন্টে কার্লোর প্রথম বর্ষপূর্তি। সম্প্রতি (১১ জুন) কেক কেটে প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্টে কার্লোর ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান দিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভারতীয় হাইকমিশনের কনস্যুলার রামাকান্ত গুপ্তা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নুরুন্নাহার, জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, চিত্রনায়ক নিরব, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, র‌্যাম্প মডেল হীরা, রুমা ছাড়াও চলচ্চিত্র, টেলিভিশন ও সঙ্গীতাঙ্গনের একঝাঁক তারকা। এছাড়া ম্যানেজিং ডিরেক্টর কামরুজ্জামান দিপু বর্ষপূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী সকল পোশাকের ওপর ২০% মূল্যছাড় ঘোষণা করেন। একইসঙ্গে ধীরে ধীরে দেশের বিভিন্ন শহরে মন্টে কার্লোর শোরুম চালু করার আশাও ব্যক্ত করেন। লীলাবালি রুচিশীল মেয়েদের সব ধরনের প্রয়োজনীয় ব্র্যান্ডের পন্য নিয়ে চালু হয়েছে লীলাবালি লাইফ স্টাইল। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শো-রুমটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শো-রুমটির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজহারুল হক খান এবং ফৌজিয়া হক খান। দেশের শীর্ষস্থানীয় মডেল ও তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে ওঠে। এ পণ্যশালাতে থাকছে মেয়েদের বিদেশী ব্র্যান্ডের জুতা, পারফিউম, ব্যাগ, কসমেটিক্স, জুয়েলারী এবং অন্যান্য গিফট সামগ্রী। প্রতিষ্ঠানটির মালিক শামসুল হাসান খান মনে করেন, ক্রেতাদের হাতে আন্তর্জাতিক ব্র্যান্ডের কাঙ্খিত পণ্য ন্যায্যমূল্যে পৌছে দিতে পারাটাই হবে তার এই উদ্যোগের সার্থকতা। দোকানটি বনানী, প্লট-৩০, ব্লক-ডি, রোড-১০ এ অবস্থিত।
×