ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ০৫:০৮, ১০ জুন ২০১৬

ঝলক

অস্ত্র যখন গান! জঙ্গী সংগঠন আইএসের বিরুদ্ধে মানসিক অস্ত্র হিসেবে এবার বলিউডের গানকে বেছে নিয়েছে ব্রিটিশ বিশেষ বাহিনী। পাকিস্তানী বংশোদ্ভূত এক ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তার পরামর্শে বলিউডের গানকে ‘অস্ত্র’ বানানো হয়েছে। ওই কর্মকর্তার দাবি, বলিউডের সঙ্গীত আইএসকে বিরক্ত করে তুলবে। উল্লেখ্য, জেএসওসি-এর অংশ হিসেবে সিরতে শহর এবং লিবীয় উপকূলের আশপাশের এলাকা থেকে কিভাবে আইএসকে হটাতে হবে সে ব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটিশ বাহিনী। ২০ মাস ধরে লিবিয়ার এসব অঞ্চল দখল করে রেখেছে আইএস। ওই অঞ্চলটিতে প্রায় ৪ হাজার বিদ্রোহীর বসবাস। সেখানে আইএস পশ্চিমা নিয়ম-কানুনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং শরিয়া আইন আরোপ করেছে। সেখানে বলিউডের সঙ্গীতের সুর পৌঁছানো গেলে তা আইএসের জন্য বিরক্তির উদ্রেক করবে বলেই মনে করা হচ্ছে। সশস্ত্র সংগঠনটির বিভিন্ন ঘাঁটির কাছাকাছি বলিউড সঙ্গীত বাজানো হবে। ইতোমধ্যে সিরতের কাছে বলিউডের গান বাজে এমন দুটি গাড়ি পাঠিয়েছে ব্রিটিশ ও লিবিয়ান সেনা সদস্যরা। এতে সঙ্গীত সম্পর্কে অভিযোগ জানিয়ে আইএস যখন রেডিওতে কোন ঘোষণা দেয় তখন তাদের অবস্থান শনাক্ত করা সহজ হয়। ৩ লাখ ডলারের হাতব্যাগ! আধুনিক ফ্যাশনের দুনিয়া প্রতিনিয়ত নতুনত্বের দ্বারা নিয়ন্ত্রিত। দ্রুত পরিবর্তনশীল এই সময়ে এমন অনেক অনুষঙ্গই ফ্যাশনের উপাদান হিসেবে উপস্থাপিত হচ্ছে, যা একটা সময় অতটা মূল্যমানের ছিল না। কিন্তু হাল আমলের ফ্যাশন দুনিয়ায় সম্প্রতি একটি হাতব্যাগ বিক্রি হয়েছে, যার দাম রাখা হয়েছে তিন লাখ ডলারেরও বেশি। হীরেখচিত এবং ১৮ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি হাতব্যাগটি বিক্রি করেছেন এশিয়ার একজন সংগ্রাহক। ইতিহাস বলছে, বিশ্বে বিক্রি হওয়া হাতব্যাগের মধ্যে এটিই সবচেয়ে দামী। নিলামঘর ক্রিস্টির বক্তব্যÑ(৬ পৃষ্ঠা ১ কঃ দেখুন) ৩ লাখ ডলারের (প্রথম পৃষ্ঠার পর) ‘হাতব্যাগটিতে হীরে থাকায় এর দাম বেড়ে গেছে অনেকগুণ। হিমালয়ার (ব্যাগটির ব্র্যান্ড) চামড়াও কুমিরের এবং এই দুইয়ে মিলে ব্যাগটির সৌন্দর্য বাড়িয়েছে। হিমালয়া প্রতিবছর হাতেগোনা দুই থেকে তিনটি ব্যাগ তৈরি করে থাকে। তবে টাকা হলেই কেনা যায় না এমন ব্যাগ। নির্দিষ্ট খদ্দের এবং প্রতিষ্ঠানটির ইচ্ছা ছাড়া কোন দেশের প্রধানমন্ত্রী চাইলেও এই ব্র্যান্ডের ব্যাগ কিনতে পারেন না।
×