ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশু বিষয়ক সাংবাদিকদের নেটওয়ার্ক গঠিত

প্রকাশিত: ০১:২১, ২৫ মে ২০১৬

শিশু বিষয়ক সাংবাদিকদের নেটওয়ার্ক গঠিত

স্টাফ রিপোর্টার ॥ শিশু অধিকার সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের অংশগ্রহণ আরো জোরদার করার লক্ষ্যে রাজধানীতে শিশু বিষয়ক সাংবাদিকদের এক নেটওয়ার্ক গঠিত হয়েছে। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মাহফুজা জেসমিনকে আহ্বায়ক, চ্যানেল আইয়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মোস্তফা কামাল মল্লিক ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহমুদা মৌমিতাকে যুগ্ম-আহ্বায়ক এবং দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার শিপন হাবীবকে সদস্য সচিব করে আজ এ নেটওয়ার্ক গঠন করা হয়। অস্ট্রেলিয়ান এইড, ওয়ার্ল্ড ভিশন ও সেন্টার ফর সার্ভিসেস এ্যান্ড ইনফরমেশন অন ডিসএবিলিটি (সিএসআইডি)-এর সহায়তায় বাসস’র নতুন ওয়েবপোর্টাল বিএসএসইনফোটেইনমেন্ট.কম-এর উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এক ওরিয়েন্টশন কর্মসূচিতে গণমাধ্যমে কর্মরত শিশু বিষয়ক সাংবাদিকদের নিয়ে এ আজ নেটওয়ার্ক গঠন করা হয়। বাসস’র বিশেষ সংবাদদাতা শাহরিয়ার শহীদের সঞ্চালনায় চ্যানেল একাত্তরের পরিচালক (নিউজ) সৈয়দ ইশতিয়াক রেজা চৌধুরী এবং বাসস’র চিফ রিপোর্টার মো: আশেকুন নবী চৌধুরী ওরিয়েন্টেশন কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন্। বাসস’র সিনিয়র রিপোর্টার তানজিম আনোয়ার শিশু বিষয়ক সাংবাদিকদের নেটওয়ার্কের কার্যপরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার অগাস্টিন সুবাস পিউরিফিকেশন এবং সিএসআইডি’র মো: আকরাম হোসেন। শিশু বিষয়ক সাংবাদিকদের এই নেটওয়ার্ক এ পর্যায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ফিল্ড ভিজিট করে শিশুর উন্নয়ন ও অধিকার বিষয়ক প্রতিবেদন তৈরি করবে। জাতীয় গণমাধ্যমে কর্মরত ২০ জন সাংবাদিক প্রাথমিক পর্যায়ে গঠিত এই নেটওয়ার্কের সদস্য।
×