ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইব্রার স্মরণীয় বিদায়

প্রকাশিত: ০৪:৩২, ২৫ মে ২০১৬

ইব্রার স্মরণীয় বিদায়

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি) থেকে স্মরণীয় বিদায় নিয়েছেন জ¬াতান ইব্রাহিমোভিচ। শনিবার রাতে ফরাসী কাপের শিরোপা জয়ের স্বাদ নেন সুইডিশ এই তারকা। ফাইনালে ইব্রার দুই গোলে পিএসজি ৪-২ গোলে মার্শেইকে পরাজিত করে দশমবারের মতো ফ্রেঞ্চ কাপের শিরোপা জয় করে। ঘরের মাঠ স্তাডে ডি ফ্রান্সে ম্যাচ শুরুর তিন মিনিটের মধ্যেই ব্লেইস মাটৌদির গোলে এগিয়ে যায় স্বাগতিক পিএসজি। কিন্তু দশ মিনিটের মধ্যে নিউক্যাসেল থেকে ধারে আসা মিডফিল্ডার ফ্লোরিয়ান থাওভিনের গোলে সমতা ফেরায় মার্শেই। বিরতির ঠিক পরপরই পেনাল্টি থেকে নিজের প্রথম গোল করে আবারও পিএসজিকে এগিয়ে দেন ইব্রাহিমোভিচ। ৫৭ মিনিটে এডিনসন কাভানিকে দিয়ে তৃতীয় গোল করান ইব্রা। ৮২ মিনিটে ৩৪ বছর বয়সী এই সুইডিশ তারকা নিজের ট্রেডমার্ক স্টাইল দিয়ে দ্বিতীয় গোল করলে পিএসজির শিরোপা নিশ্চিত হয়। এটি ছিল পিএসজিতে চার বছরের ক্যারিয়ারে ইব্রার ১৫৬তম ও শেষ গোল। শেষের দিকে মিকি বাটশুয়ায়ির সান্ত¡নার গোলে ঘরোয়া ট্রেবল জয়ে লরেন্ট ব্লাঙ্কোর দলের কোন প্রভাব পড়েনি। ২০১২ সালের জুনে পিএসজিতে যোগ দেয়ার পর থেকেই নিজেকে ছাড়িয়ে গেছেন ইব্রাহিমোভিচ। প্রায় সব প্রতিযোগিতা শেষেই দলের শিরোপা উদযাপনে তার মধ্যমণি হয়ে থাকাটা যেন হয়ে ওঠে চেনা দৃশ্য। এই সময়ে টানা চারটি লীগসহ মোট ১২টি শিরোপা জেতেন তিনি। রাজকীয় বিদায় নিশ্চিত করে ম্যাচ শেষে ইব্রাহিমোভিচ বলেন, আমি আমার মিশন শেষ করেছি। আমি সব কিছু জিতেছি। আমি এলাম, আমি দেখলাম, আমি জয় করলাম! ফরাসী ক্লাবটির হয়ে চারটি বছর যেন ক্যারিয়ারে সবচেয়ে দারুণ সময়টা কাটালেন ইব্রাহিমোভিচ। এই সময়ে ১৮০ ম্যাচে মোট ১৫৬টি গোল করেন তিনি। বয়স হয়ে গেছে ৩৪, কিন্তু এখনও ‘চিরতরুণ’ সুইডেনের এই ফরোয়ার্ড ২০১৫-১৬ মৌসুমে করেছেন ৫০টি গোল। এবারের লীগ ওয়ানে তার রেকর্ড ৩৮ গোল করে প্রতিযোগিতার ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। ক্লাবের সবাইকে বিদায় জানিয়ে ইব্রা বলেন, পিএসজি গ্রুপ বিশেষ কিছু। গত তিন বছরে আমরা যা করেছি তা অবিশ্বাস্য। আমি ক্লাবটিকে মিস করব। এখন পর্যন্ত নতুন কোন দলে যোগ দেননি তিনি, তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, ম্যানচেস্টার ইউনাইটেড ও যুক্তরাষ্ট্রের এলএ গ্যালাক্সি তাকে পেতে চায়। তবে যেখানেই যান আরও ভাল করতে যান ইব্রা। বলেন, এটাকে আমি আমার অন্যতম একটা সেরা মৌসুম করেছি। আমি ৩৪ বছর বয়সী হয়ে ৫০টি গোল করেছি। কিন্তু এখনও আমি গা গরম করছি।
×