ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বৃহৎ শক্তির প্রতিদ্বন্দ্বিতায় উত্তেজনা বাড়ছে

সাগরের নিচে মার্কিন আধিপত্য চ্যালেঞ্জ রুশ সাবমেরিনের

প্রকাশিত: ০৩:৪৬, ২৩ এপ্রিল ২০১৬

সাগরের নিচে মার্কিন আধিপত্য  চ্যালেঞ্জ রুশ সাবমেরিনের

স্ক্যানডিনেভিয়া ও স্কটল্যান্ডের উপকূলে ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিকে টহল দিয়ে বেড়াচ্ছে রুশ এ্যাটাক সাবমেরিন। পাশ্চাত্যের সামরিক কর্মকর্তারা বলেছেন, এ অঞ্চলে সাগরের নিচে আমেরিকান ও ন্যাটোর আধিপত্যের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার উদ্দেশ্যে রুশ এ্যাটাক সাবমেরিনের উপস্থিতি গত দু’দশকে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। রাশিয়া এ সাবমেরিন বহর গড়ে তোলায় যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। ইউরোপে মার্কিন নৌবাহিনীর শীর্ষস্থানীয় কমান্ডার এ্যাডমিরাল মার্ক ফার্গুসন বলেছেন, রুশ ডুবোজাহাজের টহল গত বছর প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রুশ নৌবাহিনীপ্রধান এ্যাডমিরাল ডিক্টর চিরকোভের প্রকাশ্য মন্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি এ কথা বলেন। বিশ্লেষকরা বলেছেন, তারপর থেকে সে প্রবণতার পরিবর্তন হয়নি। প্রেসিডেন্ট ভøাদিমির ভি পুতিনের ডুবোজাহাজ যুদ্ধে নতুন আগ্রহের দৃশ্যত লক্ষণ হচ্ছে এ টহল। পুতিনের সরকার নতুন ধরনের ডিজেল ও পরমাণুচালিত এ্যাটাক সাবমেরিন নির্মাণে ব্যয় করেছে কোটি কোটি ডলার। প্রতিদ্বন্দ্বিতা ও সামরিক শক্তি সম্প্রসারণে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও রশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধের প্রতিধ্বনির সৃষ্টি হচ্ছে। মস্কো কেবল উত্তর আটলান্টিকেই শক্তি প্রয়োগের চেষ্টা করছে না, তা করছে সিরিয়া ও ইউক্রেনেও। দেশটি পরমাণু অস্ত্র নির্মাণ করে যাচ্ছে এবং সাইবার যুদ্ধ সক্ষমতা অর্জন করছে। আমেরিকান সামরিক কর্মকর্তারা বলেছেন, বেশ কয়েক বছরের অর্থনৈতিক অবনতির পর রাশিয়ার এ প্রচেষ্টা তাদের সংশ্লিষ্ট শক্তিমত্তাই তুলে ধরে। নিরপেক্ষ মার্কিন সামরিক বিশ্লেষকরা রুশ ডুবোজাহাজের ক্রমবর্ধমান টহলকে দেখছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি এক নীতিসম্মত চ্যালেঞ্জ হিসেবে। উপরন্তু দুর্ঘটনা ও ভুল ধারণা সৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু যে ধরনের হুমকিই হোক না কেন পেন্টাগন রুশ টহলকে ডুবোজাহাজ ও ডুবোজাহাজ বিধ্বংসী যুদ্ধের জন্য বৃহত্তর বাজেটের পক্ষে আরও একটি যুক্তি হিসেবে খাড়া করছে। আমেরিকান নৌবাহিনীর কর্মকর্তা বলেছেন, স্বল্প মেয়াদে পাশ্চাত্যের জাহাজ ও ইউরোপীয় উপকূলগুলোকে কাছে থেকে এবং কখনও কখনও গোপনে অনুসরণ ও পর্যবেক্ষণে রুশ ডুবোজাহাজগুলোর সক্ষমতা সত্ত্বেও এগুলোর জন্য প্রয়োজন হবে আরও জাহাজ, বিমান ও সাবমেরিনের। প্রতিরক্ষা দফতর দীর্ঘ মেয়াদের জন্য ৯টি নতুন ভার্জিনিয়া-ক্লাস এ্যাটাক সাবমেরিনসহ সমুদ্র তলদেশে সামরিক সক্ষমতা অর্জনের নিমিত্তে পরবর্তী পাঁচ বছরের জন্য ৮শ’ ১০ কোটি ডলার ব্যয় নির্ধারণের প্রস্তাব করেছে।
×