ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোনামসজিদ বন্দরে পণ্য রফতানি বন্ধ

প্রকাশিত: ০৩:৫১, ৮ মার্চ ২০১৬

সোনামসজিদ বন্দরে পণ্য রফতানি বন্ধ

আবারও সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। রবিবার সন্ধ্যার পর থেকেই বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়। এই জটিলতা পাকুডের বোল্ডার পাথর আমদানি নিয়ে। বারবার বলার পরেও ভারতীয় রফতানিকারকরা নিম্নমানের মাটি মেশানো কুচি পাথর ঠেলে দেবার প্রতিবাদে এখানকার আমদানিকারকরা এই সিদ্ধান্ত নিয়েছে। এই খবর মহদিপুর বন্দরে পৌঁছলে ভারতীয় রফতানিকারকরা সব ধরনের পণ্য রফতানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশের পদ্মা সেতু ও রূপপুর আণবিক কেন্দ্রের উন্নয়ন কাজ ব্যাহত হবে। এখানকার বন্দর কাস্টমস সাঈদ রুবেল জানান নিম্নমানের পাথর রফতানির প্রতিবাদ করতে গেলে ভারতীয় রফতানিকারকরা পাল্টা ব্যবস্থা নিয়ে সব ধরনের পণ্যের রফতানি বন্ধ করে দিয়েছে। সোমবার সারাদিন দুই পক্ষের আলোচনায় কোন অগ্রগতি নেই। -স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ কার্ড ব্যবহারে কেনাকাটায় ঝুঁকি বাড়ছে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটায় বাড়ছে ঝুঁকি। সম্প্রতি বেশকিছু জালিয়াতির ঘটনা ঘটলেও গ্রাহক সচেতনতা বাড়ানো এবং প্রযুক্তি উন্নত করার উদ্যোগ নেই ব্যাংকগুলোর। বাংলাদেশ ব্যাংকও বলছে ব্যাংকগুলোর উদাসীনতার কারণেই ঘটছে জালিয়াতির বেশিরভাগ ঘটনা। বাংলাদেশ ব্যাংকের হিসেবে, দেশে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের গ্রাহক প্রায় নব্বই লাখ। তাদের অনেকেই পয়েন্ট অব সেলস বা পস মেশিনে কেনাকাটার বিল পরিশোধ করছেন। বিল মেটানোর সময় অনেক গ্রাহকই কার্ড হস্তান্তর করেন অন্যের কাছে। ফলে আশঙ্কা থেকে যায় কার্ডের তথ্য চুরি হওয়ার। আবার বেশিরভাগ ব্যাংকের কার্ডে বিল দেয়ার সময় গ্রাহকের পক্ষ থেকে পাসওয়ার্ড বা ওটিপি দেয়ার ব্যবস্থা নেই। এমনকি কার্ডের পেছনে গ্রাহকের স্বাক্ষরও নেই। আবার বিল নেয়ার সময় কার্ডের পেছনের স্বাক্ষরের সঙ্গে বিল প্রদানকারীর স্বাক্ষর মিলিয়ে নেয়ার কথা থাকলেও বিক্রেতারা তা করেন না। -অর্থনৈতিক রিপোর্টার
×