ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কুমিল্লা কারাগারে বন্দীদের ভিন্ন মাত্রার আয়োজন

প্রকাশিত: ০৪:১০, ১ মার্চ ২০১৬

কুমিল্লা কারাগারে  বন্দীদের ভিন্ন মাত্রার আয়োজন

মীর শাহ আলম, কুমিল্লা ॥ কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত বন্দী-কয়েদিদের প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে তাদের নিপুণ কারিগর হিসেবে গড়ে তোলে অপরাধ মানসিকতার সংশোধন ও কর্মক্ষম করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। এছাড়া এ কারাগারে রয়েছে বন্দীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি গণশিক্ষা, খেলাধুলাসহ বিনোদনমূলক বিভিন্ন আয়োজন। প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে এ কারাগার অনেকটা মডেল হিসেবে কাজ করে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের ধারণক্ষমতা ১ হাজার ৭৪২জন। প্রতিদিন এ কারাগারে গড়ে পুরুষ-মহিলাসহ আড়াই সহস্রাধিক হাজতি-কয়েদি অবস্থান করে। এসব বন্দীদের মধ্যে অদক্ষ মহিলা ও পুরুষদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এসব কাজের মধ্যে কুটিরশিল্পজাত পণ্যসামগ্রী তৈরি প্রশিক্ষণ, চরকা কাটা, রান্না, ইলেক্ট্রিক, তাঁতের, দর্জির, লন্ড্রি কাজ ও বিভিন্ন বেকারিজাত বিস্কুট-কেক তৈরির প্রশিক্ষণ দেয়া হয়। এসব বন্দীরা তাঁত, সুতা, কাঠ, বেত, বাঁশ ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে তৈরি করছে ছোট-বড় মোড়া, চেয়ার, ছোট-বড় বাঁশ-বেতের ঝুড়ি, বাঁশের দোলনা, কলমদানিসহ নিত্য ব্যবহার সামগ্রী। বন্দীদের নিপুণ হাতে তৈরি এসব পণ্যসামগ্রী কারাগারের চাহিদা মিটিয়ে খোলাবাজারে বিক্রির জন্য কারাগারের প্রধান ফটকের পাশে রয়েছে কারা কর্তৃপক্ষের পরিচালিত বিক্রয় কেন্দ্র। পাইকারি-খুচরা দরে দৃষ্টিনন্দন ও কারুকার্যখচিত এসব পণ্যসামগ্রী কিনতে প্রতিদিন ভিড় জমান বন্দীদের স্বজন ছাড়াও সাধারণ ক্রেতারা। এখান থেকে কিনে নেয়া বেতের মোড়া, চেয়ার, ঝুড়ি, দোলনা, কলমদানিসহ পণ্যসামগ্রী শৌখিন পরিবারের ড্রইং রুমে শোভা পাচ্ছে।
×