ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শৈলকুপায় ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় চার্জশীট

প্রকাশিত: ০৫:৪৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

শৈলকুপায় ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় চার্জশীট

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৮ ফেব্রুয়ারি ॥ শৈলকুপায় তিন শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় চার্জশীট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শৈলকুপা থানার এসআই এমদাদ হোসেন বৃহস্পতিবার ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আমলী আদালতে এ চার্জশীট দাখিল করেন। শৈলকুপা থানার এসআই এমদাদ হোসেন বলেন, ৩ শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার একমাত্র আসামি ইকবাল হোসেনের বিরুদ্ধে বৃহস্পতিবার এ চার্জশীট দাখিল করা হয়েছে। যেহেতু মামলার তিনিই একমাত্র আসামি এবং তিনি হত্যাকা-ের কথা স্বীকার করেছেন। গত ৩ জানুয়ারি সন্ধ্যায় বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে শৈলকুপা শহরের কবিরপুরের দেলওয়ার হোসেনের দুই ছেলে মোস্তফা শাফিন (৯) ও মোস্তফা আমিন (৬) এবং ভাগ্নে মাহিন হাসানকে (১৪) হত্যা করা হয়। ঘটনার পরপরই পুলিশ হত্যাকারী ইকবাল হোসেনকে গ্রেফতার করে। এ হত্যাকা-ের ঘটনায় পরদিন শাফিন ও আমিনের বাবা দেলওয়ার হোসেন শৈলকুপা থানায় তার বড় ভাই ইকবাল হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ৫ জানুয়ারি আসামি ইকবাল ঝিনাইদহের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আব্দুল মতিনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। মামলার নথি থেকে জানা যায়, ৩ জানুয়ারি সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে ইকবাল হোসেন তার (বাদী) একটি ঘরের ভিতর মোস্তফা শাফিন, মোস্তফা আমিন ও মাহিন হাসানকে আটকে রেখে ঘরে পেট্রোল ঢেলে ও গ্যাসের আগুনে পুড়িয়ে হত্যা করে। ঘটনার পরপরই বাড়ির আশপাশের লোকজন ইকবালকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
×