ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শ্রীপুরে ট্রাকের চাকায় পথচারী পিষ্ট

প্রকাশিত: ১৯:০২, ৩ ফেব্রুয়ারি ২০১৬

শ্রীপুরে ট্রাকের চাকায় পথচারী পিষ্ট

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে বুধবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছে। নিহতের নাম আব্দুস সালাম (৫৫)। সে শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার মোমরেজ আলীর ছেলে। মাওনা হাইওয়ে থানার অফিসার ওসি হেলালুর রহমান জানান, ময়মনসিংহগামী একটি ট্রাক বুধবার সকাল ৭টার দিকে শ্রীপুরের এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাইরে গিয়ে পথচারী আব্দুস সালামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ ট্রাকসহ চালক মোশারফকে (৩৭) আটক করেছে।
×