ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সরকার বদলের একমাত্র পথ নির্বাচন ॥ রেলমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৬, ৩১ জানুয়ারি ২০১৬

সরকার বদলের একমাত্র পথ নির্বাচন ॥ রেলমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৩০ জানুয়ারি ॥ রেলপথমন্ত্রী মজিবুল হক মজিব এমপি বলেছেন সরকার পরিবর্তনের একমাত্র পথ হলো নির্বাচন। তাই মানুষ যাকে ভোট দেবে তারাই ক্ষমতায় যাবে। এক্ষেত্রে বোমা মেরে সন্ত্রাস করে মানুষ-পুলিশকে হত্যা করে সরকার পরিবর্তন ও ক্ষমতায় যাওয়া যায় না। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেত্রীকে নির্বাচনে আসার উদাত্ত আহ্বান জানানো হলেও তিনি নির্বাচনে না এসে জ্বালাও পোড়াও ও পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করেছেন। ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে খালেদা ও তার দোসর জামায়াত শিবির দেশে সরকারী-বেসরকারী কোটি কোটি টাকার সম্পদের ক্ষতি করেছেন। রেলপথমন্ত্রী শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে কাশিনগর বিএম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওই স্কুলের প্রাক্তন ছাত্র মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সভাপতিত্বে অন্যদের বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবাহান ভুইয়া হাছান, পৌর মেয়র মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, উপজেলা আ’লীগের সহ-প্রচার সম্পাদক মোশারেফ হোসেন, স্কুলের প্রাক্তন ছাত্র সামছুল আলম মজুমদার, মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান মজুমদার প্রমুখ। আন্ধারমানিক নদীর ফেরিতে ট্রাক আটকে যোগাযোগ বন্ধ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩০ জানুয়ারি ॥ কলাপাড়া-কুয়াকাটা সড়কের আন্ধারমানিক নদীর নীলগঞ্জ পাড়ে ফেরিতে ওঠার সময় ধান বোঝাই ট্রাক ফেরি ও পন্টুনের গ্যাংওয়ের মাঝখানে আটকে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার শেষ বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় পন্টুনটি ডোবার কবল থেকে রক্ষায় ফেরির লোকজন ট্রাক থেকে ধান অপসারণ করতে থাকে। এবং পন্টুনের তলদেশ ছিদ্র হয়ে ওঠা পানি পাম্প দিয়ে সেচ দিয়ে বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা করে। এ সময় নদীর দুইপাড়ে অপেক্ষমাণ গাড়ির ভিড় লেগে যায়। অতিরিক্ত ধান বোঝাই করার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ট্রাকটি নীলগঞ্জ থেকে কলাপাড়ায় আসছিল। তবে প্রায় দুই মাস আগে এ নদীতে শেখ কামাল সেতুর নির্মাণ কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হলেও সেতুটি জনগণের জন্য উন্মুক্ত করে না দেয়ায় এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সকল মানুষের দাবি সেতুটি খুলে দেয়া হোক। শিবালয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৩০ জানুয়ারি ॥ শিবালয় উপজেলায় চায়না বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের রামনগর গ্রামে নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত চায়না রামনগর গ্রামের তৈরি পোশাক কর্মী আরিফ হোসেনের স্ত্রী। তিনি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার চর খলশী গ্রামের আকতার প্রধানের মেয়ে। নিহত চায়নার বাবা আকতার প্রধান জানান, শুক্রবার সন্ধ্যায় চায়না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পান তিনি। ওই রাতেই তারা ছুটে যান চায়নার শ্বশুরবাড়িতে। সেখানে চায়নাকে উঠানে শুইয়ে রাখা অবস্থায় দেখতে পান তিনি।
×