ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০১৬’

প্রকাশিত: ২২:২২, ৩০ ডিসেম্বর ২০১৫

১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০১৬’

স্টাফ রিপোর্টার ॥ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব ২০১৬’। একাডেমির নন্দন মঞ্চে আগামীকাল শুক্রবার থেকে একটানা ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে এ উৎসব। এই আয়োজনে থাকবে দেশের ৬৪ জেলা শিল্পকলা একাডেমির শিশু ও বড়দের পরিবশেনায় দলীয় সঙ্গীত ও নৃত্য, একক সঙ্গীত, আবৃত্তি ও নিজ নিজ জেলার বৈশিষ্ঠপূর্ণ পরিবেশনা।বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি থাকবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখবেন একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন। প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হবে অনুষ্ঠান এবং এতে চারটি জেলার পরিবেশনা থাকবে। একাডেমির সেমিনার কক্ষে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারাআরা মাহমুদ, সঙ্গীত ও নৃত্যকলা বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন প্রমূখ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উদ্বোধনী দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন জয়পুর হাট, সিলেট, গোপালগঞ্জ ও ময়মনসিংহ জোলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।
×