ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইকিউসি এ্যাওয়ার্ড পেল এসএটিভি

প্রকাশিত: ০৫:৩৪, ১৩ ডিসেম্বর ২০১৫

আইকিউসি এ্যাওয়ার্ড পেল এসএটিভি

সংস্কৃতি ডেস্ক ॥ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মান নির্ধারণকারী প্রতিষ্ঠান বিজনেস ইনিশিয়েটিভ ডিরেকশন (বিআইডি) কর্তৃক ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন এ্যাওয়ার্ড-২০১৫ পেয়েছে বাংলাদেশী স্যাটেলাইট চ্যানেল এসএটিভি। এ বছরের ২২ নবেম্বর এক অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে এ্যাওয়ার্ড তুলে দেন বিআইডির সভাপতি জোসে ই প্রিয়েতো। গোল্ডেন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে এ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয় এসএটিভি। এ্যাওয়ার্ডপ্রাপ্তি উপলক্ষে শুক্রবার সকালে এসএটিভির কার্যালয়ে আয়োজিত প্রীতি সম্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, এসএটিভির এমডি সালাহউদ্দিন আহমেদ, সিইও সৈয়দ সালাহউদ্দিন জাকি, ডিএমডি সেলিনা আক্তার, পরিচালক সামছুল আলম পান্থ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিনাত জেরিন আলতাফ। অনুষ্ঠানে হাসানুল হক ইনু বলেন, ইন্টারন্যাশনাল কোয়ালিটি ক্রাউন এ্যাওয়ার্ড শুধু এসএটিভির অর্জন নয়, এটা বাংলাদেশের জন্য গৌরবময় একটি অর্জন। অনুষ্ঠানে এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক মানের প্রশ্নে আপোসহীনতার কথা তুলে ধরে আগামী দিনগুলোতে আরও ভাল করার প্রত্যয় ব্যক্ত করেন।
×